Mahalaya tarpan in kolkata ganga ghat Express photo Shashi Ghosh
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুভ সূচনার প্রাক্কালে উত্তর কলকাতার বাগবাজার ঘাটে তর্পনের ভিড়।
তবে এ বছর তিল তর্পনের সময় নিয়ে সংশয়ে ভুগেছেন অনেকে। অমাবস্যা তিথি শুরু হয়েছে সোমবার সকাল ১০টা ৪৯ মিনিটে। সাধারণত মহালয়ার দিন ভোরেই অমাবস্যা শুরু হয়। ফলে, ভোর থেকে তর্পণে কোনও সমস্যা থাকে না। কিন্তু এবার অমাবস্যা দেরিতে শুরু হওয়ায় অনেকেই তর্পণের সময় নিয়ে দ্বিধায় ভুগেছেন।
রীতি অনুযায়ী, প্র্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশেই তর্পণ করা হয়ে থাকে। রামায়ন অনুসারে রামচন্দ্র লঙ্কা জয়ের আগে এদিনেই তর্পণ করেছিলেন।
দেবীপক্ষের প্রাক্কালে মহালয়া তিথিতে পূর্বপূরুষদের স্মরণ করা হয়।
রীতি অনুযায়ী, প্র্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশেই তর্পণ করা হয়ে থাকে। রামায়ন অনুসারে রামচন্দ্র লঙ্কা জয়ের আগে এদিনেই তর্পণ করেছিলেন।
এদিন ভোর থেকেই ঘাটে ঘাটে পুরোহিত দের ভীড় জমে।
মহালয়া কি সত্যিই ‘শুভ’ দিন? কারণ, এই দিনটি পিতৃপুরুষের পার্বনশ্রাদ্ধ বা তর্পণের জন্যও প্রশস্ত। সেই দিক থেকে বিচার করলে শ্রাদ্ধের দিনকে ‘শুভ’ বলা যায় কি না, প্রশ্ন তা নিয়েই। তবে হিন্দু ধর্ম অনুযায়ী মহালয়াকে পুণ্যতিথি বলেই গ্রাহ্য করা হয়।
এক পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনেই একসঙ্গে অনেকে সেরে ফেলেন তর্পণ।