পুজো মানেই খাওয়া-দাওয়া, জমিয়ে আড্ডা, বন্ধু-বান্ধবদের সঙ্গে হুল্লোড়-পার্টি। আর অবশ্যই ফ্যাশন। শারোদোৎসবের প্রায় এক মাস আগে থেকেই বন্ধুদের সঙ্গে পাড়া কিংবা ডিস্কো-ঠেক-পাব মাতানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে কোন দিন কী পরবেন? তা নিয়ে বেজায় কনফিউশন কাজ করে। কিন্তু সাজগোজের দিক থেকে বর্তমানে পুরুষরাও মেয়েদের টেক্কা দেন। আর দেবেন না-ই বা কেন? সাজুগুজুতে কি মেয়েদের একচেটিয়া আধিপত্য? আলবাৎ নয়! আজকাল পুরুষরাও মজেছেন অফবিট ফ্যাশনে। পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন তাঁরাও। তবে হ্যাঁ, ষষ্ঠী টু দশমী যদি পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, তাহলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র তরফে আপনাদের জন্য রইল বিশেষ টিপস। ফ্যাশন ডিজাইনার সুজয় দাশগুপ্তর সঙ্গে কথা বলে লিখছেন সন্দীপ্তা ভঞ্জ।