
পার্টনার চৈতন্য শর্মাকে বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। কলকাতার একটি অভিজাত হোটেলে চার হাত এক হল দুজনের।

সম্পূর্ণ হিন্দু রীতি মেনে বিয়ে করলেন দুজনে। রবিবার ছিল তাঁদের বিবাহ-আসর। সেখানে উপস্থিত থেকে অভিষেক-চৈতন্যকে দুহাত ভরে আশীর্বাদ করলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু-আত্মীয়রা।

কলকাতা শহরে এমন সমকামী বিয়ে খুব একটা দেখা যায় না। সমাজের দৃষ্টান্ত স্থাপন করলেন অভিষেক এবং চৈতন্য।

গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন বলে জানা গিয়েছে। কিছুদিন অভিষেকের সঙ্গে শহরেই থাকবেন তিনি।

অভিষেক এবং চৈতন্যের বিয়েতে চাঁদের হাট বসেছিল কলকাতার অভিজাত হোটেলে। তনুশ্রী শঙ্কর থেকে শ্রীনন্দা শঙ্কর, মেক আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের মতো বিশিষ্ট জনেরা আমন্ত্রিত ছিলেন বিয়েতে।

অভিষেক-চৈতন্যর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, বিদ্বজ্জনেরা বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছেন।

অভিষেক-চৈতন্যর এই ছক ভাঙা বিয়ে আগামিদিনে সমাজের প্রত্যেক স্তরের মানুষকে সচেতন করবে সমকামিতা নিয়ে। নজির হয়ে থাকবে এই বিয়ে, মনে করছেন বিয়েতে আমন্ত্রিত অতিথিরা।

বিয়ের পর হানিমুন নিয়ে, ভবিষ্যতে সাংসারিক জীবন নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে দুজনের। আপাতত বিয়ে নিয়েই তাঁরা ব্যস্ত। ফুরসত পেলেই চলে যাবেন মধুচন্দ্রিমায়।