New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Guru-Nanak-Cover.jpg)
আজ, ১২ নভেম্বর, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীl শিখ ধর্ম একেশ্বরবাদী ধর্ম। এক ওমকারের উপাসনায় বা ‘ওয়াহেগুরু’তেই শিখ ধর্মাবলম্বীরা বিশ্বাসী। আজ গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে নানক জয়ন্তী। ছবি: শশী ঘোষ
আজ, ১২ নভেম্বর, শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীl শিখ ধর্ম একেশ্বরবাদী ধর্ম। এক ওমকারের উপাসনায় বা ‘ওয়াহেগুরু’তেই শিখ ধর্মাবলম্বীরা বিশ্বাসী। আজ গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে নানক জয়ন্তী। ছবি- শশী ঘোষ গুরু নানকের জন্মস্থান বর্তমানে পাকিস্তানের লাহোরের কাছে। ছবি- শশী ঘোষ ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। অনেক হিন্দু পণ্ডিত ও মৌলবিদের সান্নিধ্যে আসেন। ছবি- শশী ঘোষ পরবর্তীতে তিনি শিখ ধর্ম গঠন করেন। ছবি- শশী ঘোষ হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমায় অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গুরু নানক জয়ন্তী পালন করা হয়। সাধারণ ভাবে এই তারিখটি পড়ে অক্টোবর-নভেম্বর মাসে। ছবি- শশী ঘোষ গুরু নানকের জন্মদিন অথবা গুরু নানক জয়ন্তী এই উৎসব শুধু এই দেশে নয় সারা বিশ্বজুড়ে শিখরা বিশেষ সমারোহে শ্রদ্ধার সঙ্গে পালন করেন। ছবি- শশী ঘোষ এ বছর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। ছবি- শশী ঘোষ গোটা দেশের পাশাপাশি কলকাতাতেও নানক জয়ন্তী পালন অনুষ্ঠান করা হয় কলকাতার শহীদ মিনারে। ছবি- শশী ঘোষ ই অনুষ্ঠানে প্রতি বছর এই দিনে কলকাতায় বসবাসকারী প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে মিলিত হন। ছবি- শশী ঘোষ এখানে কীর্তন, ভক্তিগীতি থেকে শুরু করে লঙ্গরখানাও চলে সারাদিন। ছবি- শশী ঘোষ উপস্থিত লোকজনদের লঙ্গরখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়। ছবি- শশী ঘোষ প্রচুর শিখ ধর্মালম্বী সেবা ও ভক্তি প্রদর্শনের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে থাকেন। ছবি- শশী ঘোষ শিখদের মধ্যে দশ জন মহান গুরুর আবির্ভাব হয়- যাঁদের বানী আজও শিখরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ছবি- শশী ঘোষ