উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে সবচেয়ে বেশি ভিড় হয়।
শুভ জন্মাষ্টমী: দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। কৃষ্ণ মন্দিরে ভক্তদের দীর্ঘ সারি দেখা যায়। কানহার ভক্তিতে সিক্ত হতে দেখা যায় সবাইকে।জন্মাষ্টমীর রঙ অনেকখানি ছড়িয়ে পড়েছে ছোট শিশুদের ওপরও।ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে কানহার শিশু রূপের মতো সাজে।যেখানে স্কুল খোলা, অনেক জায়গায় বাল গোপালের সাজে শিশুরা স্কুলে পৌঁছেছে।কৃষ্ণের ছদ্মবেশে শিশুদের বিভিন্ন জায়গায় দইয়ের হাঁড়ি ভাঙতে দেখা যায়।বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক বালির উপর একটি চিত্র তৈরি করে দেশকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।জানিয়ে রাখি এবার জন্মাষ্টমী দুই দিনের। দেশের বিভিন্ন স্থানে ৬ ও ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালিত হচ্ছে।উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে সবচেয়ে বেশি ভিড় হয়।(সমস্ত ছবি: পিটিআই)