-
রবিবার পাতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল বিয়ে করলেন কিঞ্জল প্যাটেলের সঙ্গে। গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় একটি মন্দিরে সাতপাকে বাঁধা পড়লেন তারা। Express photo: Javed Raja
-
হার্দিক আহমেদাবাদ জেলার ভিরামগাম শহরের ছোট গ্রাম চন্দন নগরীর বাসিন্দা। Express photo: Javed Raja
-
দু'দিনের এই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। Express photo: Javed Raja
-
কিঞ্জল প্যাটেলের বাড়িও ভিরামগামেই। তবে এখন তাঁর পরিবার সুরাটের বাসিন্দা। Express photo: Javed Raja
-
রবিবার বিয়ের কিছুক্ষণ আগে বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল এই নবদম্পতির। Express photo: Javed Raja
-
হার্দিকের পরিবার চেয়েছিল উনঝার উমিয়া ধামে বিয়ে দিতে। কাদাভা পাতিদার সম্প্রদায়ের উমিয়া দেবীর মন্দির উমিয়া ধাম। কিন্তু আদালতের নির্দেশে উনঝায় হার্দিকের প্রবেশের অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি। Express photo: Javed Raja
-
কিঞ্জল প্যাটেল স্নাতক এবং বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছেন। Express photo: Javed Raja
