সাতকাহন Photos বন্যাকবলিত কেরালায় বাড়ছে মৃতের সংখ্যা টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা। বন্যাকবলিত কেরালায় বাড়ছে মৃতের সঙ্গে। জলের নীচে একাধিক বাড়ি। IE Bangla Web Desk 10 Aug 2018 15:16 IST Follow Us New Update টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা। বন্যাকবলিত কেরালায় বাড়ছে মৃতের সঙ্গে। জলের নীচে একাধিক বাড়ি। তীরবর্তী অঞ্চল এবং নিম্নভূমিতে বসবাস করেন এমন মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষায় ভাসছে কেরালা। এখনও পর্যন্ত পাওয়া খবরে শেষ ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬জনের। (এক্সপ্রেস ফোটো- প্রশান্ত চন্দ্রন) এই অবস্থায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান। প্রায় ২৬ বছর পর আইডুক্কির বাঁধের একটি শাটার খোলা হয়েছিল ট্রায়াল রানের জন্য।কেন্দ্রীয় সরকারের একটি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন, জানানো হয়েছে উদ্ধার কার্যের জন্য মোতায়েন করা হবে সেনা দলও। (এক্সপ্রেস ফোটো- প্রশান্ত চন্দ্রন)বর্তমান পরিস্থিতি বিবেচনায করে, রাজ্যের বেশ কিছু অংশে স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। (এক্সপ্রেস ফোটো- প্রশান্ত চন্দ্রন)সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যকেরালার ইডুক্কি। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর এসেছে সেখান থেকে। দেবিকুলাম তালুকের আদিমালি এলাকায় একটি বাড়ি সম্পূর্ণ তলিয়ে যায় এবং সেই পরিবারের পাঁচজন সদস্যেরই মৃত্যু হয়েছে।স্থানীয় মানুষদের সমস্ত জরুরী ব্যবস্থা নিতে সতর্কতা জারি করেছে কেরালার বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কার্য। ২৪১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। kerala Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন Advertisment পরবর্তী প্রবন্ধ পড়ুন