/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Hilsha-cover.jpg)
মোহনবাগানই সাপোর্টর হলে হিংসে করে বলবে, 'বাজারে ইলিশ নেই বেশ হয়েছে'। ইস্টবেঙ্গলরা মুখ ব্যাজার করে বলবে, 'এইডা আবার কিছু হইলো! এই বর্ষায় বাজারে থাকনের কথা ইলিশ আর এইতো দেহি মাঠ পুরাই ফাঁকা'। ইলিশ নামটা শুনলেই বাঙ্গালির পেটের ভেতর আনচান করে ওঠে। ইলিশ মানে এক কথায় বাঙ্গালির কাছে আলাদা এক সেন্টিমেন্ট। বর্ষা এলেই বাঙালির পাতে ইলিশ না উঠলে খাওয়াটা ঠিক জমে না। এই বছর ইলিশ সংকটই দেখা যাচ্ছে বাঙালির পাতে। এক্সপ্রেস ফোটো-শশী ঘোষ