Advertisment

পঞ্চাশে রাজধানী, যাত্রীদের বিশেষ আপ্যায়ন রেলের

রাজধানী এক্সপ্রেসের জন্মদিনে রীতিমতো কেক কাটা হয় এবং তা যাত্রীদের মধ্যে বিতরণ করে রেল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১৯৬০ সালে দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসর চাকা গড়িয়েছিল। সেই থেকে এই ট্রেন গতিবেগ, বিলাসিতা ও ঐতিহ্যের সমার্থক। ভারতীয় রেলপথে বিপ্লব নিয়ে এসেছিল রাজধানী এক্সপ্রেস। সেই রাজধানীরই জন্মদিন উদযাপন হল সম্প্রতি। হাওড়া স্টেশন থেকে ছাড়ে 'বার্থ ডে কিড' রাজধানী এক্সপ্রেস।

indian railway
Advertisment