পঞ্চাশে রাজধানী, যাত্রীদের বিশেষ আপ্যায়ন রেলের

রাজধানী এক্সপ্রেসের জন্মদিনে রীতিমতো কেক কাটা হয় এবং তা যাত্রীদের মধ্যে বিতরণ করে রেল কর্তৃপক্ষ।

রাজধানী এক্সপ্রেসের জন্মদিনে রীতিমতো কেক কাটা হয় এবং তা যাত্রীদের মধ্যে বিতরণ করে রেল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১৯৬০ সালে দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসর চাকা গড়িয়েছিল। সেই থেকে এই ট্রেন গতিবেগ, বিলাসিতা ও ঐতিহ্যের সমার্থক। ভারতীয় রেলপথে বিপ্লব নিয়ে এসেছিল রাজধানী এক্সপ্রেস। সেই রাজধানীরই জন্মদিন উদযাপন হল সম্প্রতি। হাওড়া স্টেশন থেকে ছাড়ে 'বার্থ ডে কিড' রাজধানী এক্সপ্রেস।

indian railway