ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজ ১০১ তম জন্মদিন। ফোটোতে দেখা যাচ্ছে ১৯৭৫ সালে জরুরি অবস্থা চলাকালীন দূরদর্শন স্টুডিও থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ইন্দিরার পিতা জওহরলাল নেহরু। ইন্দিরা ছিলেন তাঁর একমাত্র সন্তান। এলাহাবাদের আনন্দ ভবনে মা কমলা নেহরুর তত্ত্বাবধানে বড় হয়ে উঠেছিলেন তিনি। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
১৯১৭ সালের ১৯ নভেম্বর কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইন্দিরা। ১৯৮৪ সালে শিখ জাতীয়তাবাদীদের হাতে নিহত হন তিনি। ফোটোকে নিজের পুত্র ও পিতার সঙ্গে ইন্দিরা গান্ধী। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
দেশের প্রধানমন্ত্রীর কার্যভার সামলানোর ব্যাপারে সময়ের নিরিখে ইন্দিরায় ছিলেন দ্বিতীয় স্থানে। তাঁর বাবা জওহরলাল এ ব্যাপারে প্রথম। ইন্দিরা প্রথমবার কার্যভার সামলান ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত, তারপর ১৯৮০ সাল থেকে মৃত্যু পর্যন্ত। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
১৯৫৯ সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব চালানোর পর, ১৯৭৭ সালে জরুরি অবস্থা শেষ হতেই তিনি ক্ষমতা হারান। ছবিতে মস্কোর রেড স্কোয়ারে পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরা গান্ধী। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
১৯৮০ সালে ক্ষমতায় ফেরার পর তিনি শিখদের পবিত্র উপাসনাস্থল অমৃতসরের হরমিন্দর সাহিবে নিরাপত্তারক্ষীদের হানার নির্দেশ দেন ইন্দিরা, যার জেরে নিহত হতে হয় তাঁকে। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যে স্বাধীনতা আন্দোলন তাকে সমর্থন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন ইন্দিরা। ছবিতে দ্বিতীয় রানি এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ চার্চকে অভ্যর্থনা জানাচ্ছেন জ্ঞানী জৈল সিং ও ইন্দিরা গান্ধী। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো- এস পল)
ছবিতে পুত্র রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী এবং পুত্রবধূ সোনিয়া গান্ধী এবং পৌত্র রাহুল গান্ধী ও পৌত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
ছোট ছেলে সঞ্জয় গান্ধীই হবেন ইন্দিরার উত্তরসূরী, এমনটাই ছিল গুজব। সেই সঞ্জয় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হন। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
ইন্দিরার বড় ছেলে রাজীব গান্ধী মাত্র ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৯১ সালে সাধারণ নির্বাচনের প্রচার চালানোর সময়ে এলটিটিই-র আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। ছবিতে কংগ্রেস নেতা রাজীব গান্ধী, পিভি নরসীমা রাও এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)
বহুপুরস্কারে সম্মানিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। তার মধ্যে রয়েছে দেশের সেরা অসামরিক পুরস্কার ভারতরত্নও। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয়ের পর তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। ছবিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মাদার টেরেজা। (এক্সপ্রেস আর্কাইভ ফোটো)