Advertisment

ঝুলনের আসর কলকাতার রামকানাই অধিকারীর বাড়িতে

১২৯১ বঙ্গাব্দে কৃষ্ণমোহন অধিকারী এই ঝুলনের সূচনা করেন। পরবর্তীতে তাঁর পৌত্র রামকানাই অধিকারী সারম্বরে এই ঝুলনপুজোর সূচনা করনে। দেওয়ালের গায়ে ছবিতে লাগানো কৃষ্ণের রাসলীলা। একাদশীর দিন থেকে শুরু করে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত অধিকারী বাড়িতে এই ঝুলন উৎসব চলতে থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
ঝুলনের আসর কলকাতার রামকানাই অধিকারীর বাড়িতে
kolkata
Advertisment