শহরের আঁকা বাঁকা ট্রাম লাইনে চলছে এখন শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম। সে যত দুরেই যাত্রা করুন না কেন, উঠলেই ভাড়া দিতে হবে ২০ টাকা। নোনাপুকুর ট্রাম ডিপোই এসি ট্রামের ঠিকানা। নোনা পুকুর থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে শ্যামবাজার এই পথে দিনে ছয় বার যাত্রা করে শহরে এই নতুন সদস্য।
এক কামরার ট্রাম। চেনা প্রাচীন ঘর ঘর শব্দ খানিক আলাদা মনে হলেও, আজও বজায় রয়েছে সেই প্রাচীন কলকাতার চেনা পরিচিতি ট্রামের ঘণ্টার শব্দ।
রয়েল ক্রুজারের মত নীল গদির চেয়ার, মাথার ওপর এসি চ্যানেল, নীল কারপেট ট্রামের মেঝেতে, সুন্দর পর্দা, বাইরের যানবাহনের কোলাহল ভিতরে ঢোকে না।
আগে মূলত হেরিটেজ টুরের জন্য এসি ট্রামের ব্যবহার ছিল কলকাতা শহরে। বিগত দু-তিনেক সপ্তাহ আগে জন সাধারণের করে দেওয়া হয়।
গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার। ট্রামটি শহরের রাস্তায় চালাতে খরচ হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন