New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/Foothpath-children.jpg)
ভাইফোঁটায় ফুটপাথের অপু এবং দুর্গারা। ছবি-শশী ঘোষ
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন (কালীপুজোর দু’দিন পর) উদযাপিত হয় ভাইফোঁটা। কিন্তু ভাইফোঁটা শুধু শাস্ত্র দিয়ে নয়, হৃদয় দিয়েও হয়। ছবি: শশী ঘোষ ভাই বা বোনকে বুক দিয়ে আগলে রাখা। উৎসবের আড়ম্বরে সেই অনন্ত সত্যটা যেন না ভুলি। ছবি: শশী ঘোষ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর মনে ভরে দিলাম এক পৃথিবী খুশি, আনন্দ। ছবি: শশী ঘোষ আমাদের খুশির রসদ আমরা নিজেই। দুনিয়া একদিকে, আমার ভাইয়ের বা বোনের হাসিমুখ আরেক দিকে। ছবি: শশী ঘোষ আমি কোলে চড়েও দাদাকে ফোঁটা দিতে পারি। তাও যদি না হয়, ফোঁটা যদি নাও দিই, তবু আজ ভাইফোঁটা। আমার দাদার জন্য বিশেষ দিন। ছবি: শশী ঘোষ আমরা বাপু সাইজ হিসেব করে ফোঁটা দিই বা নিই। তাই আগে লাইন করে দাঁড় করাই, তারপর আসনে বসাই। ছবি: শশী ঘোষ ঝলমলে হাসি, ঝলমলে দিন, ছোট্ট দাদার কোলে আরও ছোট্ট আমি। আর কী চাই? ছবি: শশী ঘোষ একরাশ ঝাঁ চকচকে নতুন জামাকাপড় নেই, কিন্তু যা আছে, তা পৃথিবীর অনেকের কাছেই নেই। তা হলো ছোট ছোট খুশিকে বিরাট বড় আনন্দে পরিণত করার ক্ষমতা। ছবি: শশী ঘোষ ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে একটু সাজগোজ হবে না? তাও কি হয়? ছবি: শশী ঘোষ