-
দুর্গা কৈলাসে ফিরছে। মনের যত আবর্জনা, জীর্ণ পুরাতন ভাবনা নিয়ে ধরায় থাকুক শান্তি।
-
শোভাবাজার রাজবাড়িতে দশমীর দুপুরে মানুষের ঢল। ছবি- পার্থ পাল।
-
একটু আনন্দের জন্য চারটে দিন মিলে মিশে হাতে হাত ধরে থাকা। ছবি-শশী ঘোষ
-
দুর্গোৎসব মিলনের উৎসব। ধর্মের চেয়ে এই উৎসবে সবার একসাথে মিশে যাওয়াতেই আসল আনন্দ। ছবি- শশী ঘোষ
-
১০১ বছরে পড়ল বাগবাজার সর্বজনীনের পুজো। ছবি- শশী ঘোষ
-
সাজ গোজ করে অল্পবয়সি মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা মহিলারাও অংশ নিলেন সিঁদুর খেলায়। ছবি- শশী ঘোষ
-
মঙ্গলবার সকাল থেকেই বাগবাজারে শুরু হয়ে গেল দুর্গা বরণের প্রস্তুতি, সেই সঙ্গে সিঁদুর খেলা। ছবি-শশী ঘোষ
-
দশমীর সকালের অঞ্জলির পরেই দেবীর বরণ শুরু হল বাগবাজার সর্বজনীনে। ছবি- শশী ঘোষ
-
সব ধর্মের মানুষ এই উৎসবকে ঘিরে ঘরে ফেরে। পুজো শেষে শুরু হয় টানা এক বছরের অপেক্ষা। ছবি- শশী ঘোষ
