সাতকাহন Photos শহর জুড়ে ভাসানের করুণ সুর Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 08 Oct 2019 17:43 IST Follow Us New Update দেবীর বিসর্জন। 'আবার এসো মা' । ছবি-শশী ঘোষ পুজোর কদিন কলকাতা আপন পর ভুলেই যায়। জাত-পাত-ধর্মের বালাই ভুলে হাতে হাত রাখা থাকে ক'টা দিন। ছবি- শশী ঘোষহৈহৈ জমাটি আড্ডায় কোথা দিয়ে কেটে যায় চারটে দিন। ছবি-শশী ঘোষমা যেন ঘরেরই মেয়ে। বিদায় দিতে মন চায় না। ছবি-শশী ঘোষদেবীর বিসর্জন। 'আবার এসো মা' । ছবি-শশী ঘোষবাড়ির পুজো হোক, বা পাড়ার ক্লাব, কাঁধে কাঁধ মিলিয়ে দেবী বিসর্জনে যাওয়ার মধ্যেও আছে পাশে পাশে থাকার স্বাদ। ছবি-শশী ঘোষপ্রতিমা বিসর্জনের পর শেষ বারের মতো ঢাক বাজিয়ে ফিরে আসেন ঢাকি রা। আগামী পুজোর আগে দীর্ঘ সময় জীবনের টানে চলে নানা জীবিকার খজ। ছবি-শশী ঘোষ Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন