সাতকাহন Photos শীতের শহরে ফুলের মেলা Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 10 Jan 2020 18:29 IST Follow Us New Update ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কী বা মৃদু বায় (ছবি-শশী ঘোষ) শীত বলতেই যা কিছু সুন্দর ভেসে ওঠে চোখে, রংবেরঙের ফুল তার মধ্যে অন্যতম। (এক্সপ্রেস ছবি-শশী ঘোষ)কলকাতা শহরের হটিকালচার সোসাইটিতে ৯ থেকে ১২ জানুয়ারি চলছে শীতকালীন পুষ্প প্রদর্শনী। (ছবি-শশী ঘোষ)ঘূর্ণাবর্ত কেটে রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ ভিজিয়ে দিতে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। এ বছর হটিকালচার সোসাইটির ২০০ বছর উদযাপিত হচ্ছে। ১৮২০ সালে তৈরি হয়েছিল এগ্রি হটিকালচার সোসাইটি অব ইন্ডিয়া। (ছবি-শশী ঘোষ)চারদিন ব্যাপী চলবে এই পুষ্প প্রদর্শনী। এই শীতের দুপুরে সপরিবারে একবার গিয়েই দেখুন না, মন ভালো হয়ে যাবে। (ছবি-শশী ঘোষ)নানা স্কুল থেকে এক গুচ্ছ কচিকাঁচারা ফুলের মেলা দেখতে আসছে এই চারদিন। (ছবি-শশী ঘোষ)শুধু ফুল দেখতে যেতে তেমন উৎসাহ পাচ্ছেন না? এই প্রদর্শনীতে কিন্তু গাছের চারা বিক্রিও হচ্ছে দেদার। (ছবি-শশী ঘোষ)বিশাল মাঠ জুড়ে ছড়িয়ে থাকা ফুলের পাশে রয়েছে অর্কিডের আলাদা ঘর। (ছবি শশী ঘোষ) শুধু ভাবছেন ফুলের মেলা? ভুল ভাবছেন। টবে, ছোট মাচায় কমলা লেবু, বেগুন, লঙ্কা, কুমড়ো ফলেছে। ছবি-শশী ঘোষতবে রোদ ঝলমলে আকাশ থাকলেও থাকবে না ভ্যাপসা গরম।'আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে'। ছবি-শশী ঘোষসারা মাঠে রাশি রাশি রঙিন ফুল চোখের আরাম, প্রানেরও। (ছবি-শশী ঘোষ)"ভয় নেই এমন দিন এনে দেব,দেখ সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে" , অস্থির দিনেও এমন কথা দেওয়া যায়। (ছবি-শশী ঘোষ) Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন