New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/lead_xmas_kolkata.jpeg)
আলকের এই ঝর্নাধারায়...
কলকাতার পার্ক স্ট্রিটে চলছে শহরের জনপ্রিয় ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০১১ সাল থেকে চলছে এই আলোর উৎসব, যা সম্ভবত ভারতের বৃহত্তম ক্রিসমাস কার্নিভাল। দূরদূরান্ত থেকে এই আলোর রোশনাই দেখতে আসেন বহু মানুষ। যেদিকেই তাকান, আপনার নজর কাড়তে বাধ্য এই দৈত্যাকার স্যান্টা ক্লজ চন্দননগরের শিল্পীদের হাতে তৈরি এই আলোর মেলা নজরে পড়ে বহুদূর থেকেই। সঙ্গে রয়েছে পার্ক স্ট্রিটের ওপরেই অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনের আলোয় অতি পরিচিত দৃশ্যও এই মায়াবী আলোর দৌলতে হয়ে ওঠে অপার্থিব এই রাস্তা দিয়ে তো কতবার এসেছেন গেছেন, এই রূপ দেখেছেন কি? এই চোখ ঝলসানো দৃশ্য ফোনবন্দী করার লোভ সামলানো কঠিন। প্রযত্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর, বিশেষত পর্যটন দফতর, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, এবং কিছু বেসরকারি সংস্থা। দিনে সবুজ হলে রাতে হবে না কেন? তাকিয়ে থাকতে থাকতে চোখে ঝিলমিল লেগে যেতেই পারে। এ ক'দিন পার্ক স্ট্রিটের ওপর দিয়ে যাতায়াতের একটু কষ্ট হয় বৈকি, তবে বড়দিন তো বছরে একবারই আসে।