সাতকাহন সাতকাহন খাবারের গন্ধে ম-ম জাকারিয়া স্ট্রিট Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 29 May 2019 17:04 IST Follow Us New Update নাখোদা মসজিদ সংলগ্ন জ়াকারিয়া স্ট্রিটে এখন উৎসবের মুরসুম। রাস্তায় ম-ম করছে বিশেষ কিছু খাবার গন্ধ। খেজুর, নানা রকমের ফলের সম্ভার, ছোলা, হরেক রকম পকোড়া সহ রয়েছে চিকেন,মটন, ও গরুর মাংসের কাবাব। ইফতার উপলক্ষে রকমারি স্বাদের খাবার মেলে এখানে, যার টানে জাতধর্মের সমালোচনাকে ব্যাক স্টেজে রেখে সর্বস্তরের মানুষের পছন্দের জায়গা হয়ে উঠেছে জাকারিয়া স্ট্রিট।এসময় জ়াকারিয়া স্ট্রিটে মসজিদের কাছাকাছি অঞ্চলে রমজানি মাসের খাবার চেখে দেখতে যায় বেশিরভাগ বাঙালি। আপনি যদি জাকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ সংলগ্ন এলাকায় ইফতার খাবারের স্বাদ চেখে দেখতে চান তাহলে বাস করে নামুন মহম্মদ আলি পার্ক। সেখানেই দেখতে পাবেন বিশালাকার প্রবেশদার। বিকেলে নমাজের সময় থেকে পরের দিন নমাজের আগে রোজা রাখা শেহরিদের জন্য খোলা থাকে দোকান। রাতভর খেতে পাবেন ব্যস্ততম জাকারিয়া স্ট্রিটে। ramzan Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন