-
রাত পোহালেই লক্ষ্মী পুজো। দশমীর ঠিক পাঁচদিনের মাথায় পঞ্চমী তিথিতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
কোজাগরী অর্থাৎ কে জাগরী, অর্থাৎ কে জেগে আছেন। ভর সন্ধ্যে ছাড়া এই পুজো করা উচিত নয়। ঠিক গোধূলী লগ্নের মুহূর্ত থেকেই পূর্ণিমা তিথিতে হয় এই পুজো। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
মহালক্ষ্মী আদি ভগবতী, তাঁর আরাধনায় শুধু অর্থলাভ নয়, বরং সন্তান লাভ, শারীরিক অসুস্থতা দুর হয়। তাই ঘরে ঘরে এর আরাধনা হয়েই থাকে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
ভোগ – পরমান্ন, ফল ফলাদি থেকে খই নাড়ু, বাদ পড়ে না কিছুই। এসবই মুখ্য আকর্ষণ লক্ষ্মী পুজোর। সঙ্গে নারায়ণ থাকলে সিন্নি প্রসাদ অবশ্যই। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
লাল কিংবা গোলাপী বস্ত্রে দেবী পরিহিতা। আসনেও থাকতে হয় এই রঙের চেলি। পদ্ম এবং ধানের ছড়া থাকে দেবীমূর্তির পাশে। আসনে থাকে কলার মাচ, নৌকা এবং পঞ্চশস্য। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
কাজ চলছে শেষ মুহূর্তের। মোটামুটি অনেকটাই হয়েছে, তবে একটু খতিয়ে দেখে নেওয়া। কোথাও সাজ পড়ানো হচ্ছে তো কোথাও চুল লাগানো হচ্ছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
ব্যস্ততা কুমোরটুলিতে। কেউ ছোট্ট মাটির মূর্তি নিয়ে ফিরছেন, কেউ আবার একটু বড়। গঙ্গার ঘাটেও মিলল একই ঝলক। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
আবার কারওর বাড়িতে পুজোর নিয়ম লক্ষ্মীর সড়ায়। মাটির পটচিত্রেও পড়েছে তুলির টান। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
কন্যাসন্তান আদতেই মা লক্ষ্মী। তাই একবার চোখ বুলিয়ে নেওয়া সব ঠিক আছে তো? মূর্তি দেখেই হাসি ধরছে না বাস্তবের লক্ষ্মীর। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
দেবী চলেছেন ঘরে ঘরে। যদিও বা বছরের প্রতিদিন তাঁর বাস। তাঁর আরাধনা ব্যতীত সম্পূর্ন নয় কিছুই। তাঁর পরেও, এদিনের যেন অন্য এক ব্যস্ততা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
রাত পোহালেই লক্ষ্মীপুজো, চূড়ান্ত ব্যস্ততা বাংলার ঘরে ঘরে
লক্ষ্মী পুজোয় ব্যাস্ত রাজ্যবাসী
Web Title: Laxmi puja tomorrow kumartuli idol photoes