New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/maithan-Cover-photo.jpg)
মাইথন ভ্রমণ। ছবি: শশী ঘোষ
এ যেন একবারে নায়েগ্রা জলপ্রপাতের খণ্ডচিত্র। মাইথনে গেলে এই দৃশ্য আপনি প্রত্যক্ষ করতে পারবেন। ছবি: শশী ঘোষ কোনভাবেই মিস করা যাবে না মাইথন ড্যামের গোধূলি লগ্নের অপরূপ সৌন্দর্য। ছবি: শশী ঘোষ সূর্যাস্তের মুহূর্তে মাইথন। আপনি থাকতে পারেন জলের মাঝে দামোদর ভ্যালি কর্পোরেশনের অতিথি নিবাসে। এছাড়াও রয়েছে বন দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অতিথি নিবাস। ছবি: শশী ঘোষ বাঁধ থেকে জল ছাড়লে এই অংশটি ভয়াবহ রূপ ধারণ করে। ছবি: শশী ঘোষ শুধু নৌকো নয়, চাইলে আপনি বাঁধের চারপাশ ঘুরে আসতে পারেন স্পীড বোটেও। ছবি: শশী ঘোষ শহরের কোলাহল ছাড়িয়ে এক দুদিন নিরিবিলিতে কাটিয়ে দিতে পারেন অনায়াসে। শুধু নৌকো নয়, চাইলে আপনি বাঁধের চারপাশ ঘুরে আসতে পারেন স্পীড বোটেও। ছবি: শশী ঘোষ সারিবদ্ধভাবে নৌকার রূপ আপনাকে আকর্ষণ করতে বাধ্য। শহরের কোলাহল ছাড়িয়ে এক দুদিন নিরিবিলিতে কাটিয়ে দিতে পারেন অনায়াসে। শুধু নৌকো নয়, চাইলে আপনি বাঁধের চারপাশ ঘুরে আসতে পারেন স্পীড বোটেও। ছবি: শশী ঘোষ সাঁতার না জানলেও ভয়ের কোনও কারণ নেই। লাইফ জ্যাকেট এর ব্যবস্থা রয়েছে। ছবি: শশী ঘোষ দুদিকের জঙ্গল চিরে চলে গেছে রাস্তা। ছবি: শশী ঘোষ ভোর হতেই মাছের সন্ধানে দুই খুদে। ছবি: শশী ঘোষ বাঁধের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়েছে। ছবি: শশী ঘোষ কলকাতা থেকে আসানসোল হয়ে খুব সহজে আসা যায় পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তে মাইথন জলাধারে। আসানসোল থেকে পরপর বাস রয়েছে মাইথন যাওয়ার। প্রাইভেট গাড়ি ভাড়া করে যাওয়া যায়। ছবি: শশী ঘোষ ছোট ছোট সংযোগকারি পাহাড়ে ঘেরা এই জলাধার। ছবি: শশী ঘোষ রাস্তার দুধারে সবুজের সমারোহ আপনার চোখকে আরাম দেবে। সপ্তাহের ধকল কাটাতে দুদিন নিরিবিলিতে কাটানোর আদর্শ ঠিকানা মাইথন জলাধার। ছোট ছোট সংযোগকারি পাহাড়ে ঘেরা এই জলাধার। ছবি: শশী ঘোষ