মাঝেরহাট সেতু এখন অতীত। ৫ তারিখ দুপুর থেকে ৬ তারিখ সকাল বেলা পর্যন্ত কাজ চালিয়ে ভাঙা হল মাঝেরহাটের ভাঙা সেতুর অবশিষ্ট অংশ। এই সময় বন্ধ ছিল একাংশের চক্ররেল পরিষেবা।
দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ব্রিজটি ভেঙে ফেলে ফের নতুন করে বানানো হবে। কয়েকদিন আগে কাজ চালানোর জন্য ‘বেইলি ব্রিজ’ নির্মাণ করেছে রাজ্য।
সেতুটির নীচ দিয়ে গিয়েছে রেল লাইন। ফলে, পুরোনো সেতু ভাঙার দায়িত্ব ছিল রেলের উপর।
মাঝেরহাট সেতু পুরোপুরি ভেঙে ফেলার কাজে অত্যাধুনিক প্রযুক্তির উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার হয়েছে।
ভগ্ন সেতুটি ভাঙার সময় সংলগ্ন এলাকায় কম্পন ও দূষণ নিয়ন্ত্রণ করার জন্য ‘ডায়মন্ড কাটার’ ব্যবহার করা হয়েছে।
মাঝেরহাট সেতু ভাঙার জন্য উচ্চ ক্ষমতার অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে।
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর হঠাৎ ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। তবে, রেল লাইনের উপরের অংশ অক্ষতই থেকেছে। এবার সেই ভাঙা সেতুর পরিবর্তে নয়া সেতু নির্মাণের জন্য এক বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য সরকার।
সেতুর অবশিষ্টাংশ ভাঙতে সময় লেগেছে প্রায় ৪০ ঘণ্টা।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন