New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/WhatsApp-Image-2018-11-05-at-10.18.07-PM.jpeg)
দক্ষিণেশ্বর রানী রাসমনি স্কাইওয়াক,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্কাই ওয়াকের রূপ দিয়েছে Design Forum International নামের একটি সংস্থা। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের প্রধান স্থপতি আনন্দ শর্মা জানিয়েছেন, শুরুতে দোকানের কথা জানতেনই না তাঁরা, পরবর্তী কালে প্রয়োজন অনুসারে প্রকল্পের পরিকাঠামো বদলাতে হয় তাঁদের। প্রায় ২০০টি দোকান বানানো হয়েছে স্কাইওয়াকের ওপর। অত্যধিক জনসমাগমের কথা মাথায় রেখে দোকানগুলিকে একমুখী করে বানানো হয়েছে। স্কাইওয়াকের নিচ দিয়ে চলাচল করবে গাড়ি। যার ফলে কালীপুজো হোক বা পয়লা জানুয়ারি, ভিড়ের জন্য সমস্যা হবে না বলে মনে করছে নির্মাণকারী সংস্থা। আনন্দ শর্মার কথা অনুযায়ী, স্কাইওয়াকের পরিকাঠামোর কারণে খোলামেলা পরিবেশ পাওয়া যাবে। মিলবে পানীয় জল, থাকবে বর্জ্যপদার্থ নিকাশি ব্যবস্থা। উদ্বোধনের ম়ঞ্চ থেকে ৫০ জনের ১০০ দিনের কাজের ঘোষণা করলেন মমতা, যাঁরা দুবেলা পরিষ্কার করবেন স্কাইওয়াক। স্কাইওয়াকের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে দক্ষিণেশ্বর রেল স্টেশন, ট্রেন থেকে নেমেই স্কাইওয়াক ধরে পৌঁছে যাওয়া যাবে মন্দির প্রাঙ্গনে। দক্ষিণেশ্বর রানি রাসমনি স্কাইওয়াকে ওঠানামার জন্য রয়েছে ১৪ টি চলমান সিঁড়ি, চারটি লিফট এবং আটটি সিঁড়ি। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন স্কাইওয়াকে।