-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্কাই ওয়াকের রূপ দিয়েছে Design Forum International নামের একটি সংস্থা।
-
দক্ষিণেশ্বর স্কাইওয়াকের প্রধান স্থপতি আনন্দ শর্মা জানিয়েছেন, শুরুতে দোকানের কথা জানতেনই না তাঁরা, পরবর্তী কালে প্রয়োজন অনুসারে প্রকল্পের পরিকাঠামো বদলাতে হয় তাঁদের।
-
প্রায় ২০০টি দোকান বানানো হয়েছে স্কাইওয়াকের ওপর। অত্যধিক জনসমাগমের কথা মাথায় রেখে দোকানগুলিকে একমুখী করে বানানো হয়েছে।
-
স্কাইওয়াকের নিচ দিয়ে চলাচল করবে গাড়ি। যার ফলে কালীপুজো হোক বা পয়লা জানুয়ারি, ভিড়ের জন্য সমস্যা হবে না বলে মনে করছে নির্মাণকারী সংস্থা।
-
আনন্দ শর্মার কথা অনুযায়ী, স্কাইওয়াকের পরিকাঠামোর কারণে খোলামেলা পরিবেশ পাওয়া যাবে। মিলবে পানীয় জল, থাকবে বর্জ্যপদার্থ নিকাশি ব্যবস্থা।
-
উদ্বোধনের ম়ঞ্চ থেকে ৫০ জনের ১০০ দিনের কাজের ঘোষণা করলেন মমতা, যাঁরা দুবেলা পরিষ্কার করবেন স্কাইওয়াক।
-
স্কাইওয়াকের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে দক্ষিণেশ্বর রেল স্টেশন, ট্রেন থেকে নেমেই স্কাইওয়াক ধরে পৌঁছে যাওয়া যাবে মন্দির প্রাঙ্গনে।
-
দক্ষিণেশ্বর রানি রাসমনি স্কাইওয়াকে ওঠানামার জন্য রয়েছে ১৪ টি চলমান সিঁড়ি, চারটি লিফট এবং আটটি সিঁড়ি।
-
উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন স্কাইওয়াকে।
