New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Oldage-home-cover.jpg)
বৃদ্ধাশ্রম। ছবি-শশী ঘোষ
ফেলে আসা জীবনের স্মৃতি নিয়ে পুজো আসে, আবার সেই পুজো চলেও যায়। নতুন কিছু পাওয়ার বদলে একটা করে দিন গুনে নেন সময় ফুরিয়ে আসার। ওঁরা সকলেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। সব থেকেও যেন না থাকার দুনিয়ায় বাস করছেন।
বৃদ্ধাশ্রম। ছবি-শশী ঘোষ