New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/bengali-new-year-poila-boishakWhatsApp-Image-2018-04-15-at-1.08.51-PM-006-1.jpeg)
পয়লা বৈশাখের সকালে দক্ষিনেশ্বর মন্দিরে পুজোর ভিড়!
দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা বৈশাখের পুজোর ভিড়। এদিন সকালে লক্ষ্মী-গনেশের পুজো দেন বাঙালি, কারও হাতে পেতলের লক্ষ্মী-গনেশ, তো কারও হাতে মাটির লক্ষ্মী-গনেশ। মন্দিরের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। পয়লা বৈশাখ বাঙলির আবেগ, তাই কাঠফাটা রোদকেও দিব্য়ি বুড়ো আঙুল দেখাতে পারে তাঁরা। ইঁদুর দৌড়ের যুগেও শুধু বাঙালিয়ানাকে ভালবেসেই ওরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে পারে লম্বা লাইনে।