New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/rakhi-Bandhan.jpeg)
ছবি: অরুণিমা কর্মকার
এবছর স্বাধীনতা দিবসের দিনই উদযাপিত হচ্ছে রাখি বন্ধন উৎসবও। সেই উৎসব স্মরণীয় করে রাখতে অভিনব এক পদক্ষেপ গ্রহণ করল কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা মেডিক্যাল ব্যাঙ্ক। ছবি: অরুণিমা কর্মকার কী সেই পদক্ষেপ? না, জল অপচয় বন্ধ করার বার্তা। সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন, "জল অপচয় বন্ধ করার বার্তা পৌঁছে দিতে চাই, রাখী বন্ধন উৎসব উপলক্ষ্য মাত্র। ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছেন দেশের বিভিন্ন এলাকার মানুষ।" অতএব তৈরি হয়েছে বিশেষ বার্তাবহ রাখী। ছবি: অরুণিমা কর্মকার মেডিক্যাল ব্যাঙ্কের সাধারণ সম্পাদক ডি আশিস বলেন, "আমরা একটা অভিনব রাখী বানিয়েছি, যাতে লেখা আছে, 'আজ থেকে বন্ধ করুন জল অপচয়'। বিভিন্ন জায়গায় জল কষ্টে ভুগছেন মানুষ। প্রচুর টাকা দিয়ে জল কিনতে হচ্ছে। কিন্তু হুঁশ ফেরেনি মানুষের। তাই আমরা এই রাখীর মাধ্যমে মানুষের কাছে জল অপচয় বন্ধ করার বার্তা পৌঁছে দিতে চাই।" ছবি: অরুণিমা কর্মকার মেডিক্যাল ব্যাঙ্কের পক্ষ থেকে শোভাবাজার মোড়ে বুধবার পালিত হলো আগাম রাখী বন্ধন উৎসব। ছবি: অরুণিমা কর্মকার আশিসবাবু আরও বলেন, "মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, ভালবাসা, প্রেম, গড়ে ওঠে এই রাখীর মাধ্যমে। তাই যত বেশি মানুষ জানতে পারবেন, তত তাঁরাও নিশ্চয়ই প্রচার করবেন জল অপচয়ের বিরুদ্ধে। কলকাতার রাস্তায় জল পড়ে চলেছে। অথচ অন্য রাজ্যে মানুষকে চড়া দামে জল কিনে খেতে হচ্ছে।" ছবি: অরুণিমা কর্মকার এই সেই বিশেষভাবে তৈরি রাখী। ছবি: অরুণিমা কর্মকার বন্ধুত্ব, ভ্রাতৃত্বের পাশাপাশি সমাজ সচেতনতাও গড়ে উঠবে এই রাখীর মাধ্যমে, এমনটাই আশা মেডিক্যাল ব্যাঙ্কের সদস্যদের। ছবি: অরুণিমা কর্মকার