/indian-express-bangla/media/media_files/2025/07/23/ink-stain-removal-2025-07-23-16-44-54.jpg)
Ink Stain Removal: শার্ট থেকে কালি দূর করুন।
/indian-express-bangla/media/media_files/2025/07/23/1-2025-07-23-16-46-21.jpg)
শার্টে কালির দাগ পড়েছে? চিন্তার কিছু নেই!
Ink stains removal: প্রতিদিনের ব্যবহারে কলমের কালির জামাকাপড়ে লেগে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। বিশেষ করে অফিসগামী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে। এই দাগগুলো কেবল ধুয়ে ফেললেই চলে যাবে—এই ধারণা ভুল। বরং দাগ ঠিকঠাক না তুলতে পারলে প্রিয় শার্ট ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে। কিন্তু, ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে মাত্র ১০ মিনিটে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
/indian-express-bangla/media/media_files/2025/07/23/2-2025-07-23-16-51-53.jpg)
১. টুথপেস্ট এবং টুথব্রাশ ট্রিক
জেনে নিন তিনটি কার্যকরী এবং ঘরোয়া টিপস যা আপনার পোশাক থেকে কালির দাগ দূর করতে সহায়ক হতে পারে। তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হল- টুথপেস্ট ব্যবহার করা। আপনার দাগযুক্ত অংশে একটি অব্যবহৃত টুথব্রাশে সাধারণ সাদা টুথপেস্ট লাগিয়ে সেই জায়গাটিতে আলতো করে ঘষুন। কয়েক মিনিট পর দেখতে পাবেন দাগটি ফিকে হতে শুরু করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/07/23/3-2025-07-23-16-55-06.jpg)
দাগ দূর করার পদ্ধতি
দাগের ওপর টুথপেস্ট লাগান। টুথব্রাশ দিয়ে দাগের ওপর ঘষুন (তবে অতিরিক্ত চাপ নয়)। এরপর ঠান্ডা জলে দাগের জায়গাটি ধুয়ে ফেলুন। তরল সাবান দিয়ে দ্বিতীয়বার ধুয়ে দিন। ধোয়া কাপড় রোদে শুকাতে দিন।
/indian-express-bangla/media/media_files/2025/07/23/4-2025-07-23-16-57-47.jpg)
ডেটল দিয়ে পরিষ্কার করুন
টুথপেস্ট যদি না থাকে, তবে ডেটল ভালো বিকল্প। ডেটল জীবাণুনাশক হলেও দাগ তোলার ক্ষেত্রেও বেশ কার্যকরী। ডেটল দিয়ে পরিষ্কারের পদ্ধতি হল- দাগের উপর কয়েক ফোঁটা ডেটল দিন, নরম ব্রাশ বা আঙুল দিয়ে আলতো করে দাগের জায়গাটি ঘষুন, এরপর সাবান দিয়ে জায়গাটি ধুয়ে নিন, কাপড় রোদে শুকান। ডেটলের গন্ধ একটু বেশি হলেও এটি দাগের গভীরে ঢুকে দাগ দূর করে।
/indian-express-bangla/media/media_files/2025/07/23/5-2025-07-23-17-01-58.jpg)
ভিনেগার ও কর্নস্টার্চ পেস্ট
ভিনেগার ও কর্নস্টার্চ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং দাগের ওপর লাগান। ১ চামচ কর্নস্টার্চ এবং ১ চামচ ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন, পেস্টটি দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জল ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন, পোশাক রোদে শুকাতে দিন। এই পদ্ধতি তুলনামূলকভাবে প্রাকৃতিক এবং রাসায়নিকমুক্ত।