New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Somnath-Bhadra.jpg)
সোমনাথ ভদ্র পেশায় বিএসএনএল কর্মী। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
রবীন্দ্রনাথ আজও বেঁচে আছেন। একটুও মশকরা নয়, হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন এবং দেখছেন। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ তবে তিনি এখন জোড়াসাঁকোর ঠিকানা বদলে থাকেন হেদুয়ার দীনবন্ধু চক্রবর্তী লেনে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ অবিকল রবি ঠাকুরের মতো দেখতে এই ব্যক্তির নাম সোমনাথ ভদ্র। তাঁর সঙ্গে প্রথম দেখায় যে কেউ হকচকিয়ে যান। মাথায় ঢেউ খেলানো কাঁচা-পাকা চুল...ঠিক যেন বিশ্বকবি। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ সোমনাথবাবুর লম্বা দাড়ি দেখে অনেকে বলেও ফেলেন, রবীন্দ্রনাথ কি বেঁচে উঠলেন! এসব শুনলে স্মিত হাসি ফুটে ওঠে পেশায় বিএসএনএল কর্মী সোমনাথ ভদ্রের মুখে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ তবে যতই তাঁকে রবীন্দ্রনাথের মতো দেখতে হোক সোমনাথবাবু জানাচ্ছেন, "আমি কোনও দিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতে চাইনি। ছোটবেলা থেকে শুধু রবীন্দ্রসঙ্গীত শুনতাম..."। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ "...তখন থেকেই রবীন্দ্রনাথকে নিজের মনে লালন করে চলেছি। পাশের বাড়ির কাকু-জ্যেঠুরা বলতেন, ছেলেবেলার রবি ঠাকুর...", স্মৃতিমেদুর গলায় কথাগুলি বললেন রবীন্দ্রনাথ থুড়ি সোমনাথ ভদ্র। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ রবীন্দ্রনাথের মতো বিবধ গুণ তাঁর নেই, পড়াশুনাও খুব বেশি নয়। তবে সোমনাথবাবু খুব ভাল শ্রোতা। তাঁর কথায়, আগে চুল দাড়ি কেটে ফেলতেন কিন্তু এক অনুষ্ঠানে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজ তাঁকে চুল-দাড়ি বড় করার কথা বলেন। তারপর থেকেই তিনি ক্রমশ রবীন্দ্রনাথের মতো দেখতে হয়ে উঠলেন। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ প্রতি বছর নিয়ম মেনে ২৫শে বৈশাখ, ২২ শে শ্রাবণ এবং বসন্ত উৎসবে রবীন্দ্রভারতীতে যান সোমনাথ ভদ্র। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ রবীন্দ্র ভারতী সোসাইটি তাঁকে আজীবন সদস্যপদ দিয়েছে। স্ত্রী কন্যাকে আর রবীন্দ্র রূপ নিয়ে তাঁর ছোট সংসারে বেশ সুখী সোমনাথবাবু। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ এত দিনে বেশ কিছু মজার অভিজ্ঞতাও জমেছে সোমনাথ ভদ্রের ঝুলিতে। তিনি জানাচ্ছেন, রাস্তায় বেরোলে অনেকে বলেন 'রবি জ্যেঠু' বা 'রবি দাদু'। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ অনেকেই তাঁর সঙ্গে একটা ছবি তোলার সুযোগ পেতে চান। আর এসব তিনি বেশ ভালোই উপভোগ করেন। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ আর মাত্র কয়েকটা দিন। এরপরই চাকরি থেকে অবসর নেবেন সোমনাথ ভদ্র। তখন রবীন্দ্রনাথকে নিয়েই সারাদিন কাটানোর ইচ্ছা ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই কর্মীর। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা শেষ হতেই তিনি গেয়ে উঠলেন, 'আমি পথভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি...' এক্সপ্রেস ফটো-শশী ঘোষ