-
Amarnath Yatra latest update:বুধবার জম্মুর বেসক্যাম্প থেকে অমরনাথে যাত্রা শুরু করল প্রথম দল। (এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না)
-
সিআরপিএফের আইজি অভয় চৌহান জানিয়েছেন মোটরবাইকেও থাকবে সেনা দল। সাহায্য নেওয়া হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিরও। (এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না)
-
ইতিমধ্যে, অমরনাথ যাত্রায় নাম নথিভুক্ত করিয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। আগামী মাসের শেষ সপ্তাহ অবধি চলবে এ বছরের প্রথম দলের যাত্রা। এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না
-
তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই সন্ন্যসী। বেসক্যাম্প থেকে ৩৮৮০ মিটারের পথ পায়ে হেঁটে তাঁরা যাবেন অমরনাথের পথে। (এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না)
-
হিজবুল মুজাহিদিনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওয় জানানো হয়েছে তারা অমরনাথ যাত্রীদের উপর হামলা করবে না। (এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না)
-
অমরনাথ যাত্রীরা প্রথম বাসে করে যাবেন বালতাল ও তারপর পহেলগাঁওয়ের বেসক্যাম্পে। সেখান থেকে তাঁরা পায়ে হেঁটে রওনা দেবেন অমরনাথের উদ্দেশে। এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না
যাত্রীদের বাসের মাথায় জাতীয় পতাকা। এক্সপ্রেস ফোটো: প্রবীণ খান্না -
অমরনাথযাত্রীদের নিরাপত্তার জন্য সদাজাগ্রত সেনাকর্মীরা (এক্সপ্রেস ফোটো- প্রবীণ খান্না)
