Advertisment

সব প্যান্ডেলে 'মা' আসেন ওঁদের কাঁধে চেপে

এই পুজো ভালোবাসার। এখানে জাতি ধর্ম সব মিলে মিশে একাকার। এমন খুশির সময়ে সকলেই চান পরিবারের সঙ্গে থাকতে। কিন্তু এমনও কিছু মানুষ আছেন, যাঁরা এ সবকিছুর থেকে দূরে। শুধুমাত্র পেটের দায়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
দুর্গাপুজা, Durga puja, বাঙ্গালির দুর্গাপূজা, Bengali Durga puja, কলকাতা, Kolkata, North Kolkata, মধ্য কলকাতা, Kolkata's puja, pathuriaghata, বনেদি বাড়ি, Bonedi bari, বনেদি বাড়ি দুর্গা পুজা, Gandhi, গান্ধী, Ramkrishna, রামকৃষ্ণ, Kumortuli to Pujo Pandals, শ্রমিক, The workers, দিনমজুর, daily labourers, দুর্গাপূজা ২০১৯, Durga puja 2019

শরতের সাদা কাশফুলে ভরেছে বাংলার মাঠ। হাওয়াতে দুলছে সে ফুল। নীল আকাশে সাদা তুলোর মত মেঘও জানান দিচ্ছে পুজো এসেছে। এই পুজো ভালোবাসার। এখানে জাতি ধর্ম সব মিলে মিশে একাকার। এমন খুশির সময়ে সবাই চাই তার পরিবারের সঙ্গে থাকতে। তাদের সঙ্গে সময় কাটাতে। কিন্তু এমনও কিছু মানুষ আছেন, যারা এসব কিছুর থেকে দূরে। শুধুমাত্র পেটের দায়ে। ছবি-শশী ঘোষ

kolkata Durga Puja 2019
Advertisment