Advertisment

প্রদীপের নীচেই অন্ধকার, অপেক্ষা দীপাবলির রোশনাইয়ের

যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সময় বদলেছে। সবকিছুই এখন ডিজিটাল। বর্তমানে ডিজিটাল আলোকসজ্জার কাছে হেরে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রদীপের নীচেই অন্ধকার, অপেক্ষা দীপাবলির রোশনাইয়ের

যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সময় বদলেছে। সবকিছুই এখন ডিজিটাল। বর্তমানে ডিজিটাল আলোকসজ্জার কাছে হেরে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ। অনেক শিল্পীদের প্রদীপ বানিয়ে আর সেরকম লাভ হয় না বললেই চলে। তবুও পুরনো অভ্যেসমত তারা প্রদীপ বানানোর কাজ করে চলেন। আর কয়েকদিন পরেই কালীপুজো ও দীপাবলি উৎসব। তাই এই বছরও মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত দক্ষিণ দাড়ির শিল্পীরা। ছবি-শশী ঘোষ

kolkata Diwali
Advertisment