/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/Samapti-Cover-photo.jpg)
ধান বোনা থেকে লাঙল টানা, সার দেওয়া থেকে জমি তৈরি, এসব কাজ পুরুষরাই করে থাকেন সাধারণত। তবে হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতে আনখোলা গ্রামে ছবিটা অন্য। চাষের জমিতে গরু দিয়ে লাঙল টানানো থেকে জমি তৈরি, সবই করছেন দুই কন্যা। ছবি: শশী ঘোষ
সমাপ্তির কথায়, "মেয়েরা এখন অনেক কাজ করে। কোনও শিক্ষিত মেয়ে যদি পড়াশোনা শেষ করে চাষের কাজে আসে তবে তা লাভজনক। কোন জমিতে কোন ফসল লাগালে ভালো হবে তা যদি পড়াশোনা করে ঠিক করা যায়, তবে এতে ফসল ভালো হবে।"
ধান বোনা থেকে লাঙল টানা, সার দেওয়া থেকে জমি তৈরি, এসব কাজ পুরুষরাই করে থাকেন সাধারণত। তবে হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতে আনখোলা গ্রামে ছবিটা অন্য। চাষের জমিতে গরু দিয়ে লাঙল টানানো থেকে জমি তৈরি, সবই করছেন দুই কন্যা। ছবি: শশী ঘোষ