কাজের মাঝে একটু সময় চুরি করে ঘুমিয়ে নিতে আমরা সবাই ভালোবাসি। বিশ্ব ঘুম দিবসে এই শহরের টুকরো ঘুমের ছবি তুলে ধরল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ছবি- শশী ঘোষ
কে বলেছে পুলিশের ঘুম লাগে না? কাজের মাঝে খানিক সময় চুরি করে আরাম করছেন উর্দিধারী পুলিশ। ছবি-শশী ঘোষ
গরমের দুপুরে সওয়ারি না থাকলে রিক্সাতেই একটু ঘুমিয়ে নিচ্ছেন এক রিক্সাচালক। ছবি-শশী ঘোষ
ফুটবল, আড্ডা, ভুরিভোজ-এর আগে যদি বাঙালিকে কিছু বেছে নিতে বলা হয়, নিঃসন্দেহে তা হবে ঘুম। বাঙালির গল্পে, গানে, সাহিত্যে, সংস্কৃতিতে একেবারে জড়িয়ে রয়েছে ঘুম। ছবি-শশী ঘোষ
ভাত ঘুম, রাত ঘুম, ঘন ঘুম, আলগা ঘুম, সময়ে এবং অসময়ের ঘুম কতই না তার রকম ফের। ছবি-শশী ঘোষ
ছোট গল্পের ন্যায় ‘শেষ হয়েও হইল না শেষ’ ঘুম তো আছেই। সাসপেন্স থ্রিলারের মতো টানটান ঘুমও রয়েছে। মরশুমি ঘুমেও রয়েছে বৈচিত্র। ছবি-শশী ঘোষ