/indian-express-bangla/media/media_files/2025/10/12/cats-2025-10-12-17-43-22.jpg)
মধুবন্তীর জয়ে গর্বিত বাঙালি
/indian-express-bangla/media/media_files/2025/10/12/471737932_18484558792043634_6859852821645541698_n-2025-10-12-17-43-57.jpg)
ফিল্মফেয়ারের মঞ্চে বাংলার জয়
শনিবার অনুষ্ঠিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এই মঞ্চে বাংলার জয়জয়কার। পুরস্কার জিতেছেন বঙ্গললনা মধুবন্তী বাগচী। বলিউডে পাঁচ বছরেরও বেশি কণ্ঠের জাদুতে মাত দিচ্ছেন। তবে স্ত্রী ২ ছবির আজ কি রাত মধুবন্তীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বললেও খুব একটা ভুল বলা হবে না। আর এই গানের জন্যই ৭০ তম ফিল্মফেয়ারের মঞ্চে সেরা গায়িকার পুরস্কার জিতলেন মধুবন্তী বাগচী। তাঁর জয়ে গর্বিত বাঙালি। অন্যদিকে, 'লাপাতা লেডিজ'-এর গান 'সজনি রে'র জন্য সেরা গায়কের পুরস্কার জিতলেন অরিজিৎ সিং।
/indian-express-bangla/media/media_files/2025/10/12/481716091_18488273755043634_8887193131269224066_n-2025-10-12-17-43-57.jpg)
বালুরঘাটের মেয়ে মধুবন্তী
বালুরঘাটে জন্ম মধুবন্তী বাগচীর। তৃতীয় শ্রেনিতে পড়ার সময়ই সংগীতের তালিম নেওয়া শুরু করেন। শুভ্রা গুহর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু। এরপর পূর্ণিমা চৌধুরীর কাছ থেকেও গানের তালিম নেন মধুবন্তী। মৃত্তিকা নামক একটি বাংলা ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন ফিল্মফেয়ারের মঞ্চে সেরা গায়িকার পুরস্কারপ্রাপ্ত মধুবন্তী বাগচী। ২০২২- এ কোক স্টুডিও বাংলাতেও কাজ করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/12/487049946_18495064642043634_4395282523063706253_n-2025-10-12-17-43-57.jpg)
বাংলা গানের সম্ভার
মধুবন্তী বাগচীর ঝুলিতে রয়েছে একাধিক হিট বাংলা গানের সম্ভার। নীল দত্ত থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত, বিক্রম ঘোষ সহ আরও নামজাদা সুরকারের সঙ্গে কাজ করেছেন মধুবন্তী। তাঁর কণ্ঠের জাদুতে আজও লোকমুখে ফেরে শুধু তোমারই জন্য ছবির হিট গান এগিয়ে দে, শাহজাহান রিজেন্সির কিছ্ছু চাই নি আমি-র মতো বহু বাংলা গান। আপামর বাঙালি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন মধুবন্তী বাগচী।
/indian-express-bangla/media/media_files/2025/10/12/520941856_18516539089043634_6050501757274743503_n-2025-10-12-17-43-57.jpg)
আরবসাগরের পাড়ে
বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন মধুবন্তী। বিশিষ্ট সুরকার প্রীতম, শান্তনু মৈত্র, শেখর রাভজানির মতো অনেকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন দিব্যজ্যোতি মিশ্রও। উঁচাই, ডক্টর জি, হীরামান্ডি-র মতো একাধিক বলিউড প্রজেক্টে কণ্ঠের জাদুতে মাত দিয়েছেন মধুবন্তী বাগচী।
/indian-express-bangla/media/media_files/2025/10/12/499578531_18503968639043634_7574298488448060395_n-2025-10-12-17-43-57.jpg)
মধুবন্তীর প্রতিক্রিয়া
ইনস্টা হ্যান্ডেলে ফিল্মফেয়ারের কিছু ক্লিপিং শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন মধুবন্তী। ভক্তরাও তাঁকে ভালবাসায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।