/indian-express-bangla/media/media_files/2025/10/24/cats-2025-10-24-15-28-41.jpg)
ইঙ্গিতপূর্ণ পোস্ট
/indian-express-bangla/media/media_files/2024/12/26/yxsEUbh4uWLfxl8NUIej.jpg)
জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা
২৩ অক্টোবর বৃহস্পতিবার ছিল বলিউডের মুন্নি মালাইকা অরোরার জন্মদিন। আর এই বিশেষ দিনে প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। প্যারিসে অর্জুনের ক্যামেরাবন্দি মালাইকার একটি স্নিগ্ধ লুকের ছবি শেয়ার করে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/qweqwe-2025-10-24-15-29-09.jpg)
ইঙ্গিতপূর্ণ পোস্ট
মালাইকার জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্টে কী লিখেছেন অর্জুন কাপুর? জন্মদিনের শুভেচ্ছাবার্তায় প্রাক্তন লেখেন, 'হ্যাপি বার্থডে, মালাইকা অরোরা। জীবনে আরও সফল হও, হাসতে থাকো, আর সবসময় খুঁজতে থাকো...'। তবে কী খোঁজার ইঙ্গিত দিয়েছেন সেটা স্পষ্ট করেননি অভিনেতা।
/indian-express-bangla/media/media_files/kh2rXgczIzHD3lVX2dde.jpg)
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
২০২৪ সালে সম্পর্কের ইতি টানলেও, অর্জুন ও মালাইকা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। হোমবাউন্ড ছবির প্রিমিয়ারে পরস্পরকে উষ্ণ আলিঙ্গন দিতে দেখা যায়। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রয়াত হন মালাইকার বাবা। সেই কঠিন সময়েও পাশে ছিলেন অর্জুন।
/indian-express-bangla/media/media_files/2025/06/07/gggDpECaBqJTfnCT2Rd3.jpg)
প্রেমের সূত্রপাত
মালাইকা ও অর্জুন ২০১৮ সালে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। আরবাজ খানের বিবাহবিচ্ছেদের দুই বছর পর মালাইকার জীবনে আসেন অর্জুন। প্রথমদিকে সম্পর্ককে আড়ালে রাখলেও কিছুদিন পর নিজেরাই সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। কিন্তু, ২০২৪ সালের অক্টোবরে সিংহম এগেইন-এর প্রচারের সময় অর্জুন নিজেকে সিঙ্গল ঘোষণা করেন। যা পরোক্ষভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করে।
/indian-express-bangla/media/media_files/2025/04/08/MBpWrklGUm8C5PkmV7A3.jpg)
মালাইকা-অর্জুনের কর্মজীবন
বর্তমানে মালাইকা অরোরা ইন্ডিয়াজ গট ট্যালেন্ট-এ বিচারকের আসনে রয়েছেন। তাঁর সহ বিচারক হিসেবে রয়েছেন শান ও নবজাত সিং সিধু। অন্যদিকে কানাঘুষো অর্জুন কাপুর নো এন্ট্রি ছবির সিক্যুয়েলে অভিনয় করবেন। উল্লেখ্য, সিংহম এগেইন-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us