/indian-express-bangla/media/media_files/2025/06/07/gggDpECaBqJTfnCT2Rd3.jpg)
দ্বিতীয় বিয়ের ইঙ্গিত?
/indian-express-bangla/media/media_files/2025/10/12/wqw-2025-10-12-18-17-49.jpg)
আরবাজ-সুরহার নতুন ইনিংস
২০২৩-এর ২৪ ডিসেম্বর সুরহা খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন আরবাজ খান। বিয়ের দু'বছর পার হওয়ার আগেই দুই থেকে তিন হয়েছেন খান দম্পতি। এর মাঝেই ভাইরাল আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে।
/indian-express-bangla/media/media_files/2025/03/17/eZWt6k4JbDhcgx0JfXE0.jpg)
ভাইরাল ক্লিপিং
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। সেই সময়ও একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সংসার করতে কতটা ভালবাসেন। সম্প্রতি ঝলক দিখলা জা ১১-এক একটি ক্লিপিং ভাইরাল। যেখানে ফারহা খান মালাইকাকে জিজ্ঞাসা করছেন, ২০২৪-এ ও মালাইকা সিঙ্গল মাদার-অভিনত্রী থেকে ডবল পেরেন্টস-অভিনেত্রী হতে চান না?
/indian-express-bangla/media/media_files/2025/06/18/Malaika Arora Beauty Secret-f30edb99.jpg)
মালাইকার অদ্ভুত প্রতিক্রিয়া
মালাইকা হাসি মুখেই এই প্রশ্নের অর্থ জানতে চান, সেই সঙ্গে এটাও মজার ছলে বলেন, 'তাহলে আমি কাউকে কোলে নিয়ে নেব?' পরে যখন ফারহার ইঙ্গিত বুঝতে পারেন তখন বলিউডের মুন্নি বলেন, 'যদি কেউ আমার উপযুক্ত থাকে তাহলে আমি নিশ্চয়ই বিয়ে করব।' সঙ্গে সঙ্গে ফারহা বলেন, 'কেউ আছে মানে, অনেকেই আছে যাঁরা তোমাকে বিয়ে করতে চায়।'
/indian-express-bangla/media/media_files/2025/04/08/MBpWrklGUm8C5PkmV7A3.jpg)
ইঙ্গিতপূর্ণ পোস্ট
আরবাজ-সুরহার বিয়ের ঠিক পরদিন সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন মালাইকা। তিনি লিখেছিলেন, 'আমি ঘুম থেকে উঠেছি। পরার জন্য বস্ত্র আর খাওয়ার জন্য পর্যাপ্ত জল আছে। পেট ভরানোর জন্য পর্যাপ্ত খাবার আছে, আমি কৃতজ্ঞ।'
/indian-express-bangla/media/media_files/2024/12/26/yxsEUbh4uWLfxl8NUIej.jpg)
অর্জুন-মালাইকার রিইউনিয়ন
সম্প্রতি হোমবাউন্ডের প্রিমিয়ারে অর্জুন-মালাইকার সৌজন্যমূলক সাক্ষাৎয়ের মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরস্পরকে উষ্ণ আলিঙ্গনে আবেগে ভেসেছিল এই জুটির ভক্তরা।