/indian-express-bangla/media/media_files/2025/03/17/uq15RgVT3FLFoVZUaA54.jpg)
ফের বিয়ের পিঁড়িতে মালাইকা!
/indian-express-bangla/media/media_files/2025/04/08/MBpWrklGUm8C5PkmV7A3.jpg)
৫১-এ দ্বিতীয় বিয়ে!
৬০ বছরে দ্বিতীয়বার বাবা হচতে চলেছেন আরবাজ খান। সুরহা খানের বেবি বাম্পের ছবিও এখন প্রকাশ্যে। সুখবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা। এর মাঝেই বিটাউনে আরও এক গুড নিউজ। দ্বিতীয়বার বিয়ের ইঙ্গিত দিলেন আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা।
/indian-express-bangla/media/media_files/2025/08/16/cats-2025-08-16-16-10-22.jpg)
মালাইকার বিয়ের ইঙ্গিত
পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মালাইকার কাছে জানতে চাওয়া হয় তিনি আবার বিয়ে করতে চান? তিনি বলেন, 'কখনও না বলো না। যেমনটা আমি বলেছি, আমি ভীষণ রোম্যান্টিক। আমি প্রেমে বিশ্বাসী। আমি ভালবাসা সম্পর্কিত যে কোনও বিষয় বিশ্বাস করি। তাই কখনও না বলি না।' মালাইকার এই মন্তব্যে উচ্ছ্বসিত ভক্তরা। অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর ফের মালাইকা জীবনটা গুছিয়ে নিতে চাইছেন বলেই অনুমান অনুরাগীদের।
/indian-express-bangla/media/media_files/2025/08/16/ewdwewqe-2025-08-16-16-10-44.jpg)
মালাইকার পরামর্শ
ছোটদের উদ্দেশে মালাইকার পরামর্শ, 'বিয়ের জন্য সময় নেওয়া উচিত।' আরও বলেন, 'বিয়ে একটা বিশাল দায়িত্ব। এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও প্রয়োজনই নেই। আগে একটু কাজ করো, জীবন সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জুন করো। তারপর সেই বড় পদক্ষেপ নাও। কারণ আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি খুবই অল্প বয়সী।'
/indian-express-bangla/media/media_files/2025/08/16/wefwerwer-2025-08-16-16-10-44.jpg)
ব্রেক কে বাদ...
অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিস্ট্রি ম্যানের সঙ্গে বেশ কয়েকবার সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন মালাইকা অরোরা। গত বছর জুলাইয়ে স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কখনও বিকিনি লুকে তো কখনও আবার প্রাকৃতিক সৌন্দর্যকে লেন্সবন্দি করেছিলেন অভিনেত্রী। তখনই মালাইকার সঙ্গে দেখা যায় সেই রহস্যময় ব্যক্তিকে।
/indian-express-bangla/media/media_files/2025/08/16/werewrwe-2025-08-16-16-10-44.jpg)
চর্চা উসকে....
রহস্যময় ব্যক্তির সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে চর্চা আরও একটু উসকে যায় যখন ওই ব্যক্তি মুম্বইয়ের রাস্তায় মালাইকার হাত ধরেছিলেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিও। অর্জুনকে ভুলে তাহলে মালাইকার জীবনে সত্যিই প্রেমের বসন্ত? রহস্য জিইয়ে রেখে ইনস্টা স্টোরিতে মালাইকা লেখেন, 'সুপ্রভাত! মুখে হাসি নিয়ে দিনটা শুরু হোক। জীবনে শান্তি থাকুক। হৃদয়ে ভালোবাসা আর আত্মার সঙ্গে জড়িয়ে থাকুক সুখ।'
/indian-express-bangla/media/media_files/2025/08/16/wewerewe-2025-08-16-16-10-44.jpg)
অপেক্ষায় ভক্তরা
সত্যিই সেই রহস্যময়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন? সেই প্রসঅনের উত্তরের অপেক্ষায় বলিউডের ছঁইয়া ছঁইয়া গার্লের অনুরাগীরা।