/indian-express-bangla/media/media_files/2025/10/13/cats-2025-10-13-15-54-18.jpg)
মনিশের দিওয়ালি নাইট
/indian-express-bangla/media/media_files/2025/10/13/2w122-2025-10-13-16-03-40.jpg)
মনিশের দিওয়ালি পার্টি
মুখোপাধ্যায় বাড়ির শারদীয়ার আনন্দে মেতে ওঠে মুম্বইবাসী। সেই আনন্দের রেশ কাটার আগেই দিওয়ালির আনন্দে মত্ত। আর উৎসবের মরশুমে গা ভাসিয়েছেন রূপোলি দুনিয়ার সেলেবরা। ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার দিপাবলী পার্টিতে তারকাদের চাঁদের হাঁট। রবিবাসরীয় ছুটির দিনে মুম্বইয়ে দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। গ্ল্যামারাস স্টারদের উপস্থিতিতে 'ফ্যাশন নাইট' হয়ে উঠেছিল আরও ঝলমবলে।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/wewerw3-2025-10-13-16-08-33.jpg)
ববি-প্রীতির পুনর্মিলন
মনিশ মালহোত্রার দিপাবলী পার্টির অন্যতম আকর্ষণ ছিল ববি দিওল এবং প্রীতি জিন্টার পুনর্মিলন। সোলজার-এর নস্ট্যালজিয়া উসকে দিপাবলী পার্টিতে এক ছাদের নীচে পুরনো জুটির পুনর্মিলনে তৈরি হয়েছিল আবেগপ্রবণ এক মুহূর্ত। Jhoom Barabar Jhoom এবং Heroes-এ একসঙ্গে কাজ করেছিলেন প্রীতি-ববি। মনিশের পার্টিতে এই জুটি Soldier 2- নিয়ে সিনেপ্রেমীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/qwdqwewq-2025-10-13-16-06-41.jpg)
তারকাখচিত গ্ল্যামারাস নাইট
পার্টিতে উপস্থিত অন্যান্য তারকাদের মধ্যে ছিলেন এভারগ্রীন রেখা, গৌরী খান ও তাঁর মেয়ে সুহানা খান, কাজল ও মেয়ে নাইসা দেবগণ। রাজকীয় সাজে সকলের নজর কেড়েছেন নবাব বেগম করিনা কাপুর খান। এছাড়াও মনিশের দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন করণ জোহর, টাইগার শ্রফ, হেমা মালিনী, রিতেশ দেশমুখ, জেনেলিয়া, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা, মালাইকা অরোরা, শিল্পা শেট্টি,অনন্যা পাণ্ডে, সারা আলি খান, খুশি কাপুর, শানায়া কাপুর, অর্জুন কাপুর, ইশান খট্টর, সিদ্ধার্থ মালহোত্রা, আদিতি রাও হায়দরি, আদিত্য রায় কাপুর সহ আরও অনেকে।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/wqdeqwe-2025-10-13-16-07-29.jpg)
সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জন
সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে মনিশ মলহোত্রার দিওয়ালি পার্টিতে এসেছিলেন অনন্যা পান্ডে। যুগলের উপস্থিতি উসকে দিয়েছে প্রেমচর্চা। সেলেব পাপারাজ্জিদের জন্য একসঙ্গে পোজও দেন দুজনে।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/qweqweqwe-2025-10-13-16-08-59.jpg)
অন্দর কি বাত
মনিশ মলহোত্রার পার্টিতে এসেছিলেন প্রাক্তন জুটি আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে। পরস্পরকে এড়িয়ে দিওয়ালি পার্টিতে এন্ট্রি নেন দুজনে। অন্যদিকে সারা আলি খানের সঙ্গে পার্টিতে কোয়ালিটি সময় কাটান অভিনেতা। হাতে হাত রেখে হাজির হয়েছিলেন ভীর পাহারিয়া ও তারা সুতারিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/cats-2025-10-13-16-13-15.jpg)
শাহরুখ কন্যাকে এড়িয়ে
ইন্ডাস্ট্রির পার্টিতে কত কী নাই হয়! প্রাক্তন জুটির পরস্পরকে এড়িয়ে যাওয়া, নতুন সম্পর্কের গুঞ্জন আরও কত কী। সেলেব প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে আরও এক ঘটনা। গাড়ি থেকে নেমে খুশি কাপুর সুহানাকে এড়িয়ে গেলেন। এদিকে শাহরুখ কন্যাকে বলতে শোনা যাচ্ছে, 'আগে আপনি যান।'