Actress Divorce: ৯ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের পথে টেলিভিশনের পাওয়ার কাপল, চর্চা তুঙ্গে

Mayank Gandhi and Hunar Hale Divorce: ন'বছরের দাম্পত্যে এবার ইতি! আলাদা হল টেলি দুনিয়ার পাওয়ার কাপল ময়াঙ্ক গান্ধী-হুনার হালের।

Mayank Gandhi and Hunar Hale Divorce: ন'বছরের দাম্পত্যে এবার ইতি! আলাদা হল টেলি দুনিয়ার পাওয়ার কাপল ময়াঙ্ক গান্ধী-হুনার হালের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
2wqwe213123

Mayank Gandhi and Hunar Hale: হিন্দি টেলিভিশনের অন্যতম পাওয়ার কাপল হুনার হালে ও মায়াঙ্ক গান্ধী। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ন'বছর একসঙ্গে সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটলেন সেলেব দম্পতি। টেলিভিশন জগতের পরিচিত এই দুই মুখ বহু বছর নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। তবে বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, তাঁদের দাম্পত্যে সমস্যা চলছে। যদিও সেই বিষয়ে তাঁরা মুখে কুলুর এটেছেন। সাম্প্করতিক কিছু ঘটনা ডিভোর্স গুঞ্জনকে আরও জোড়াল করেছে।

Entertainment News Entertainment News Today