/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-husband-2025-06-28-13-32-25.jpg)
আবেগপ্রবণ পরাগ
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-14-41-49.jpg)
শেফালির স্মৃতিতে
শেফালির অকাল মৃত্যুর পর তাঁর স্মৃতি আঁকড়ে জীবনের প্রতিটি দিন বাঁচছেন স্বামী পরাগ ত্যাগী। স্ত্রীর স্বপ্নপূরণ করতে সদ্য লঞ্চ করেছেন ইউটিউব চ্যানেল। সেখানেই স্বামী-স্ত্রীর ব্যক্তিগতজীবনের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেতা স্বামী পরাগ ত্যাগী। এবার ইনস্টা হ্যান্ডেলে যুগলের ছবির কোলাজে আবেগঘন পোস্ট শেয়ার করলেন পরাগ।
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-11-11-16.jpg)
পরাগের অমর প্রেম
শেফালির উদ্দেশ্যে পরাগ লিখেছেন, 'আমি তোমার জন্য অপেক্ষা করব। যতক্ষণ আমাকে সেই অপেক্ষা ওই দূর আকাশে তোমার কাছে নিয়ে যাচ্ছে। আর যদি সেখানে তোমাকে খুঁজে না পাই তাহলে আমি স্বর্গের কাছে প্রার্থনা করব যেন আকাশ যেন তোমাকে খুঁজে পায়। তোমাকে যেন মনে করিয়ে দেয় তোমার ভুলে যাওয়া সেই শপথগুলোর কথা যেগুলো দুজনে একসঙ্গে পূরণের অঙ্গীকার করেছিলাম।'
/indian-express-bangla/media/media_files/2025/06/30/shefali-2025-06-30-12-21-41.jpg)
চিরদিনই তুমি যে আমার
ওই পোস্টে শেফালির প্রতি প্রেম নিবেদন করে পরাগ লেখেন, 'তুমি আমার, আমার ভালবাসা সবসময়ই তোমার জন্যই থাকবে। যে যাই বলুক আমি শুধু তোমাকেই ভালবাসি। আমি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব। ওখানেই তোমার সঙ্গে দেখা হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না।'
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-10-20-29.jpg)
কখন বাজবে তোমার টেলিফোন
শেফালি আজ কাছে নেই তবুও মন চায় তাঁর সঙ্গে একটু কথা বলতে। জেনে বুঝেও যেন মন মানে না। আবেগপ্রবণ পোস্টে পরাগ লিখেছেন, 'প্লিজ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করো। শ্বাস নিতে পারছি না আমার পরি, আমার গুণ্ডি।'
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-14-26-33.jpg)
শেফালির বাবার জন্মদিনে
সোমবার, পরাগ ত্যাগী শেফালি জারিওয়ালার বাবার জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, শেফালির বাবা ত্যাগীর বুকে আঁকা মেয়ের ট্যাটুতে স্নেহের চুম্বণ এঁকে দিচ্ছেন। এই পোস্ট শেফালির প্রতি পরাগের গভীর ভালবাসার বর্হিপ্রকাশ। অনুরাগীরাও পরাগের প্রতি গভীর সমবেদনা দেখিয়েছেন।