রাজনীতি Photos কলকাতার রাজপথে দাপিয়ে বেড়ালেন ঐশী ঘোষ, চড়লেন রিকশয় কলকাতায় এসে ঐশী ঘোষ বললেন, ‘‘কমরেড, আরএসএস-বিজেপির মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে বলে দিতে হবে বাধা সরিয়ে আমরা এগিয়ে যাব, ভয় পাই না’’। Written by IE Bangla Web Desk কলকাতায় এসে ঐশী ঘোষ বললেন, ‘‘কমরেড, আরএসএস-বিজেপির মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে বলে দিতে হবে বাধা সরিয়ে আমরা এগিয়ে যাব, ভয় পাই না’’। IE Bangla Web Desk 14 Feb 2020 15:52 IST Follow Us New Update ছবি: শশী ঘোষ। কলকাতায় খোশমেজাজে ঐশী ঘোষ। যাদবপুরে রিকশয় চড়লেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি। ছবি: শশী ঘোষ। কলকাতায় এসে রীতিমতো ঝড় তুলছেন ঐশী। বিজেপি-আরএসএসকে নিশানা করে আক্রমণাত্মক জেএনইউ-এর ছাত্র আন্দোলনের মুখ। ছবি: শশী ঘোষ। ঐশী: বিজেপি-আরএসএসকে ভয় পাই না। এসএফআই-কে ওরাই ভয় পাচ্ছে। ছবি: শশী ঘোষ।‘ধর্মের নামে বিভাজনের রাজনীতি চলবে না’। ছবি: শশী ঘোষ। ‘সকলের নাগরিকত্বের অধিকার রয়েছে’। ছবি: শশী ঘোষ।‘দেশে বিভাজনের রাজনীতি করা হচ্ছে’। ছবি: শশী ঘোষ।‘সংবিধান লঙ্ঘন করা হচ্ছে’। ছবি: শশী ঘোষ।‘কমরেড, আরএসএস-বিজেপির মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে বলে দিতে হবে বাধা সরিয়ে আমরা এগিয়ে যাব’। ছবি: শশী ঘোষ।‘আক্রমণ করে আন্দোলন শেষ করতে চেয়েছিল, পারেনি’। ছবি: শশী ঘোষ। বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতার রাজপথে নেমে প্রতিবাদে মুখর হলেন ঐশী। ছবি: শশী ঘোষ। kolkata news Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন