New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/bjp.jpeg)
বাতিল হলো সংবিধানের ৩৭০ ধারা। বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। কেন্দ্রীয় সরকারের 'সাফল্যে' কলকাতায় বিজয় মিছিল করল বিজেপি। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস
বাতিল হলো সংবিধানের ৩৭০ ধারা। বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো। কেন্দ্রীয় সরকারের 'সাফল্যে' কলকাতায় বিজয় মিছিল করল বিজেপি। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের বিশালাকার পতাকা নিয়ে একাধিক ব্যস্ত রাজপথ ঘুরল এই মিছিল। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস দীর্ঘদিন ধরেই ৩৭০ ধারা বাতিল করার দাবি জানিয়ে এসেছে বিজেপি। সোমবার একদিনের মধ্যেই বাতিল করার অনুমোদন মিলল সংসদের উভয় কক্ষ থেকে। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস উপত্যকার সমস্ত প্রভাবশালী নেতানেত্রীদের রবিবার রাত থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এঁদের মধ্যে আছেন মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-ফারুক অবদুল্লা, এবং সাজ্জাদ লোন। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস উল্লেখ্য, ১৯৫২ সালে যখন বৃহত্তর ভারতের সঙ্গে যুক্ত হতে চলেছে জম্মু কাশ্মীর, সেসময়ও রাজ্যের 'বিশেষ মর্যাদার' বিরুদ্ধে সরব ছিলেন জম্মুর হিন্দুরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস আজ শুধু পতাকা নয়, কমলা আবির নিয়েও মিছিল করলেন দলীয় সমর্থকরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস অন্যদিকে ৩৭০ ধারা প্রত্যাহারের তীব্র বিরোধিতা করে পথে নামে সিপিএম। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস মিছিলে উপস্থিত ছিলেন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র। কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য আলোচনার পরিবর্তে "দমনপীড়ন" করার প্রতিবাদ জানান তাঁরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস একইসঙ্গে প্রতিবাদে পথে নামেন রাজ্যের সিপিআই (এমএল)-এর কর্মী সমর্থকরাও। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস শুধুমাত্র ৩৭০ নয়, বাতিল হয়েছে ৩৫ এ ধারাও, যার ফলে কাশ্মীরে এখন সম্পত্তির মালিকানা পেতে পারবেন 'বহিরাগত' নাগরিকরাও। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস