শনিবার রাতে এনসিপি (অজিত গোষ্ঠী) নেতা বাবা সিদ্দিকীকে মুম্বাইয়ে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘদিন পর তিনি কংগ্রেস ছেড়ে সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন। বাবা সিদ্দিকী শুধু একজন বিখ্যাত নেতাই ছিলেন না, চলচ্চিত্র জগতেও তিনি ছিলেন খুবই বিখ্যাত। প্রতি বছর তাঁর ইফতার পার্টিতে সঞ্জয় দত্ত, সলমন খান, শাহরুখ খান এবং আমির খান-সহ অন্যান্য বড় বলিউড অভিনেতারা উপস্থিত ছিলেন।
বর্তমানে বাবা সিদ্দিকীর বাড়িতে রাজনীতিবিদ ও চলচ্চিত্র শিল্পের শিল্পীদের সমাগম। একইসঙ্গে বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। বাবা সিদ্দিকী একজন অত্যন্ত ধনী নেতা ছিলেন এবং তিনি মুম্বাই থেকে রাজস্থান পর্যন্ত প্রচুর সম্পত্তির মালিক ছিলেন। জেনে নিন কত সম্পত্তি রেখে গেছেন।
myneta.info ওয়েবসাইট অনুসারে, বাবা সিদ্দিকীর স্ত্রীর নামে রাজস্থানে একটি কৃষি জমি রয়েছে যার মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। বাবা সিদ্দিকী তাঁর বেশিরভাগ অর্থ এখানে বিনিয়োগ করেছেন।
মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকীর নামে ১টি এবং স্ত্রীর নামে ২টি বাণিজ্যিক ভবন রয়েছে, যার মূল্য ৬ কোটি ৭১ লাখ টাকা বলে জানা গেছে।
এনসিপি নেতার বেশিরভাগ অর্থ আবাসিক বাড়িতে বিনিয়োগ করা হয়। মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকীর নামে দুটি আবাসিক বাড়ি রয়েছে যার মূল্য ১৮ কোটি টাকা।
তাঁর স্ত্রীর নামে মুম্বাইতে ৪টি বাড়ি রয়েছে যার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা। সব মিলিয়ে বাবা সিদ্দিকী ও তাঁর স্ত্রীর নামে ৩৩ কোটি ৪৪ লাখ টাকার বাড়ি রয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহীর DFO টাওয়ারে বাবা সিদ্দিকীর ৫০ শতাংশ লাভজনক সুদ রয়েছে, যার মূল্য বর্তমানে ৬ কোটি ৩৩ লাখ টাকা।