New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/bjp-pic-759-logo.jpg)
বিজেপির মিছিলে রণক্ষেত্র চাঁদনি। আটক রিমঝিম, ব্যারিকেডে ধাক্কা কাঞ্চনার। ছবি: শশী ঘোষ।
ডেঙ্গি ইস্যুতে বিজেপির যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড ঘটল চাঁদনি চকে। মিছিল আটকালে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে পাল্টা কাঁদানে গ্যাস, জলকামান ছোড়ে পুলিশ। আটক বেশ কয়েকজন বিজেপি কর্মী। ছবি: শশী ঘোষ। আটক টেলি অভিনেত্রী তথা নবাগতা বিজেপি নেত্রী রিমঝিম মিত্র। ‘পুরুষ পুলিশ গায়ে হাত দিয়েছে’, অভিযোগ রিমঝিমের। ছবি: শশী ঘোষ। রণংদেহী কাঞ্চনা মৈত্র। পুলিশি ব্যারিকেডে পদাঘাত অভিনেত্রী-বিজেপি নেত্রীর। ছবি: শশী ঘোষ। বিজেপির মিছিলে দিলীপ ঘোষ। ছবি: শশী ঘোষ। জলকামান-কাঁদানে গ্যাস ছুড়ে বিজেপির মিছিল হঠালো পুলিশ। ছবি: শশী ঘোষ। রাজপথে কুশপুতুল দাহ বিজেপির। ছবি: শশী ঘোষ। এপারে বিজেপি কর্মী, ওপারে পুলিশ বাহিনী, মাঝে ব্যারিকেড। ছবি: শশী ঘোষ। ব্যারিকেড টপকানোর চেষ্টা এক বিজেপি কর্মীর। ছবি: শশী ঘোষ। ব্যারিকেড ভাঙতে তেড়ে গেলেন কাঞ্চনা মৈত্র। ছবি: শশী ঘোষ। বিজেপি কর্মীকে চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। ছবি: শশী ঘোষ। তাদের ৩৫ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, দাবি বিজেপির। ছবি: শশী ঘোষ। পুলিশি তাড়ায় রাস্তায় পড়ে রইল জুতো, উধাও জুতোর মালিক। ছবি: শশী ঘোষ।