রাজনীতি Photos দিল্লির কুর্সি কার? ইভিএম-এ উত্তর দিলেন নেতা-নেত্রীরা Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 08 Feb 2020 17:30 IST Follow Us New Update এনআরসি থেকে সিএএ, জেএনইউ থেকে জামিয়া মিলিয়া-শাহিনবাগ, একাধিক ইস্যুতে সরব হয়েছে দিল্লির রাজপথ। আপ, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? শনিবার ইভিএম বাক্সে সেই উত্তরই দিয়ে গেলেন দিল্লির নেতা নেত্রীরা। সপরিবারে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।মা সোনিয়াকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রিয়াঙ্কা গান্ধী।নেতা বাংলার, কিন্তু নিবাস দিল্লিতে। অতএব দিল্লির বিধানসভায় ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে হাসিমুখে মুকুল রায়।প্রিয়াঙ্কার ছেলে রাইহান বঢরার এবার প্রথম ভোট। স্বামী রবার্টকে নিয়ে ভোট দিলেন প্রিয়াঙ্কা।নিজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।সস্ত্রীক ভোট দিতে আসেন দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া।নির্বাচনের আগেই কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিদ্ধ হয়েছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। এদিন ভোটাধিকার প্রয়োগ করেন তিনিও। delhi Election Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন