-
বহু প্রতীক্ষিত সেই সাক্ষাৎ। সিঙ্গাপুরে মঙ্গলবার দেখা করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন
-
ঐতিহাসিক এই করমর্দনের সাক্ষী রইল গোটা পৃথিবী
-
এরপর ট্রাম্প ও কিম রুদ্ধদ্বার বৈঠকে বসেন৷ দোভাষির মাধ্যমে ৪১ মিনিট ধরে চলে এই বৈঠক৷
-
ট্রাম্প এবং কিম একটি চুক্তি স্বাক্ষর করেছেন যা এই আলোচনাকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।
-
বলা বাহুল্য, দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাৎ দু'দেশের সম্পর্ক আরো মজবুত করল।
-
১৯৫০-এ কোরিয়ার যুদ্ধের পর থেকে একে অপরের শত্রু ছিল এই দুই দেশ। কোরিয়া এবং আমেরিকা এর আগে একে অপরের মুখোমুখি হয়নি, এমনকী দূরভাষেও কথা হয়নি দু'দেশের কোনও প্রতিনিধিরই।
-
প্রথম দফার বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ট্রাম্প ও কিম।
-
দুই রাষ্ট্রের কথোপকথনের পর কিম বলেন, "আমরা অতীতকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবার একটা পরিবর্তন দেখবে পৃথিবী।"
-
বৈঠকের শুরুতে দুজনের মধ্যে কিছুটা সংকট থাকলেও ইতিবাচকভাবেই শেষ হয় বৈঠক।
-
কিম-কে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
