মোদীর ব্রিগেড সমাবেশের পরদিনই তৃণমূলে বড়সড় ভাঙন। বিজেপিতে যোগ দিলেন জোড়া-ফুল শিবিরের বিদায়ী পাঁচ বিধায়ক। এছাড়াও গেরুয়া দলে নাম লেখালেন হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু। এদিনই পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিনেত্রী তনুশ্রী।
দল প্রার্থী না করায় কেঁদে ভাসিয়েছিলেন সাতগাছিয়ার চারবারের বিধায়ক সোনালি গুহ। সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন 'দিদি'র প্রতি অভিমানের কথা। পরে, মুকুল রায়কে ফোন করে বিজেপিতে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন একদা মমতার ছায়াসঙ্গী সোনালি। শেষ পর্যন্ত সোমবারই মুকুল রায়-দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সোনালি গুহ।
জমি আন্দোলনের ধাত্রীভূমি সিঙ্গুরের মাস্টারমশাই ২০০৬ সাল থেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক। মমতার প্রথম মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। দ্বিতীয়বার অবশ্য মমতা বর্ষীয়ান এই বিধায়ককে আর মন্ত্রী করেননি। মনোমালিন্যের সূত্রপাত তার কিছু পর থেকেই। সিঙ্গুর আন্দোলনের আরেক নেতা বেচারাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগে সরব হন মাস্টারমশাই। যা নিয়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। এবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যকেও সিঙ্গুরে টিকিট দেয়নি তৃণমূল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে এদিন বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান এই বিধায়ক।
শমীক ভট্টাচার্যকে হারিয়ে ২০১৬ সালের বিধানসভায় বসিরহাট দক্ষিণ থেকে জয় হাসিল করেন ফুটবলার দিপেন্দু বিশ্বাস। দলের অনুগত বলেই শাসক শিবিরে পরিচিত তিনি। কিন্তু, প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় তাঁর নাম বাদ পড়েছে। সেদিনই অভিমান ব্যাক্ত করেন ময়দানের তিন বড় দলের স্ট্রাইকার দিপেন্দু। এদিন বিদায়ী এই তৃণমূল বিধায়কও যোগ দিলেন বিজেপিতে।
শিবপুর কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। বাদ পড়েছেন বেশ কয়েকবারের বিধায়ক জটু লাহিড়ি। এরপরই দল ও পিকে-র বিরুদ্ধে গর্জে ওঠেন জটুবাবু। 'সম্মান'-এর দাবিতে শনিবারই দল চাড়ার কথা ঘোষণা করেন এই বিধায়ক। এদিন জোড়া-ফুল ছেড়ে বিজেপিতে যোগ দেন জটু লাহিড়ি।
এছাড়া টিকিট না পাওয়ার কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার।
এদিন মালদা জেলা পরিষদও বিজেপির নিয়ন্ত্রণে এল। তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ জেলা পরিষদের ১৪ জন সদস্য। এর ফলে ৩৮ আসনের জেলা পরিষদের ২৩টি আসন বিজেপির দখলে এল। সঙ্গে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিও এসেছে বিজেপির দখলে।