পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন সময়কালের এই রাজনৈতিক নেতা ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে, গান্ধী প্রথম তাঁর অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনও করেছিলেন তিনি। (Designed by Rajan Sharma/The Indian Express)
গান্ধী তাঁর জীবনে বিভিন্ন স্তরে আত্মিক সংগ্রাম চালিয়ে গেছেন। (Designed by Rajan Sharma/The Indian Express)
দক্ষিণ আফ্রিকা গান্ধীর জীবনকে নাটকীয়ভাবে পরবর্তন করে দেয়। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন। (Designed by Rajan Sharma/The Indian Express)
২০০৭ সালের ১৫ই জুন রাষ্ট্র সংঘের সাধারণ সভায় ২ অক্টোবর-কে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। (Designed by Rajan Sharma/The Indian Express)
১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটাযন তিনি। বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন। মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তাঁর নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল যা তিনি নিজেই চরকায় বুনতেন। (Designed by Rajan Sharma/The Indian Express)
১৯৩০ সালের মার্চে এই তিনি ডাণ্ডির উদ্দেশ্যে লবণ অভিযান আয়োজন করেন ও ১২ই মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ৪০০ কিলোমিটার হেঁটে এলাহাবাদ থেকে ডাণ্ডিতে পৌঁছান নিজের হাতে লবণ প্রস্তুত করার জন্য। (Designed by Rajan Sharma/The Indian Express)
১৯৩৩ সালের ৮ মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নেবার লক্ষ্যে ২১ দিনের জন্য আত্মশুদ্ধি অনশন করেন। (Designed by Rajan Sharma/The Indian Express)
জাতির জনকের ১৫০ বছরের পূর্তিতে ফিরে দেখা যাক তাঁর কিছু বক্তৃতার অংশ। (Designed by Rajan Sharma/The Indian Express)
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Latest News in Bangla by following us on Twitter and Facebook