-
ঘরের ছেলে তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হাত ধরেই পাশা উল্টোল শিলিগুলিতে। উত্তরের শিলিগুড়ি পুরনিগম এই প্রথমবার দখল করল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই জয়ের সেনাপতি গৌতম দেবই হবেন শিলিগুড়ির পরবর্তী মেয়র। গত লোকসভা বা বিধানসভায় শিলিগুড়িতে গেরুয়া ঝড় উড়েছিল। ভোটে পরাজিত হয়েছিলেন গৌতম দেব। এই ভোটে গত কয়েক বছর ধরে বিজেপির ভোটব্যাঙ্ক বৃদ্ধির প্রবণতাও রুখে দিয়েছে তৃণমূল।
-
বিধানসভার পর পুরভোটেও পরাজিত শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। ৫১০ ভোটে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে হেরে গিয়েছেন অশোকবাবু। পরাজয়ের পর তিনি বলেছেন, ‘এটা রাজনৈতিক বিপর্যয়। কারণ বিশ্লেষণ করতে হবে। এই হার মেনে নিয়েই এগোতে হবে।’
-
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। মাত্র ১৯ ভোটের ব্যবধানে জয়ের মুখ দেখতে পাননি শিলিগুড়ির বিধায়ক। এই ফলাফলকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন তিনি।
-
আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারি। চার পুরনিগমেই ধরাশায়ী গেরুয়া শিবির। গত বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন খোদ জিতেন্দ্র। এবার স্ত্রীর জয়ে তাঁর কিছুটা মুখরক্ষা হল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ ১,৬৮৫ ভোটে জয়ী হয়েছেন চৈতালিদেবী।
-
তৃণমূলে ফিরেই বিধাননগর পুরভোটের প্রার্থী হিসাবে ৩১ নম্বর ওয়ার্ড থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। বিধানসভায় পদ্ম প্রতীকে পরাজিত হয়েছিলেন। এবার কী জয় পাবেন তিনি? যা নিয়েই কৌতুহল ছিল। কিন্তু সাফল্যের সঙ্গে পুরযুদ্ধে জয় হাসিল করলেন সব্যসাচীবাবু। জিতলেন ৪,৬৪৪ ভোটে। এই জয়ের পর কালীঘাটে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন সস্ত্রীক সব্যসাচী। বলেন, ‘চেয়ারে যেই বসুন বিধাননগরের মেয়র মমতাদিই।’
-
বিধাননগর ২৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এই নিয়ে পঞ্চমবার কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি। তাঁর জয়ের ব্যবধান ২,২৫৯ ভোট। বিধাননগরে মেয়রের দৌড়ে সব্যসাচী দত্তের সঙ্গে উঠে আসছে প্রাক্তন চেয়ারপার্সন কৃষ্ণাদেবীর নামও। সব্যসাচীর পর এদিন দুপুরে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও দেখা করে আসেন।
-
বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী। ৫,৬৬৮ ভোটে জয়লাভ করেছেন তিনি। জয়ের পর তিনি বলেন, ‘মানুষ নেত্রীর কাজে আস্থা রেখেছেন। তাই আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন।’
-
৩ নম্বর ওয়ার্ডে রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কন্যা আরাত্রিকা ভট্টাচার্য জয় পেয়েছেন।
১০,৩৪২ ভোটে জিতেছেন তিনি। এলাকার জল নিকাশি ও মাতৃসদন হাসপাতালের পরিকাঠামো উন্নয়নই তাঁর প্রথম কাজ হবে বলে জানিয়েছেন আরাত্রিকা।
