New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/ju-new-lead.jpg)
ছবি: শশী ঘোষ।
যাদবপুরে ছাত্রভোটে গো-হারান হারল এবিভিপি, ব্যর্থ টিএমসিপিও। এক বাম সমর্থিত পড়ুয়া বললেন, ‘ক্যাম্পাসে বসন্ত এসেছে, লাল সেলাম’। ছবি: শশী ঘোষ। ভোটের মেজাজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছাত্র ভোটের গণনা ঘিরে সাজ সাজ রব। ছবি: শশী ঘোষ। যাদবপুরে ছাত্রভোটে বিজ্ঞান বিভাগে একাই একশো ডব্লিউটিআই। ছবি: শশী ঘোষ। যাদবপুরে প্রথমবার লড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শামিল এবিভিপি, তবে পিছিয়ে। ছবি: শশী ঘোষ। জয়ের আনন্দে সেলফি। ছবি: শশী ঘোষ। কলা বিভাগে কার্যত জয়ের পথে এসএফআই। ছবি: শশী ঘোষ। ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী ডিএসএফ। ছবি: শশী ঘোষ। নীল আবিরে নিজেদের রাঙালেন ডব্লিউটিআই সমর্থকরা। ছবি: শশী ঘোষ। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিপুল ভোটে জয়ী ডিএসএফ। ওই বিভাগে প্রথমবার লড়ে দ্বিতীয় স্থানে এবিভিপি, তৃতীয় স্থানে এসএফআই। ছবি: শশী ঘোষ। ক্যাম্পাসে ব্যানার নিয়ে সরব ডব্লিউটিআই সমর্থরা। ছবি: শশী ঘোষ। ভোটের গণনা ঘিরে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: শশী ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার কার্যত খাতা খুলতেই পারেনি টিএমসিপি। ছবি: শশী ঘোষ।